একদিন পরিবার চায়নি এই কন্যা জন্ম নিক, ১৮ বছর পর দেশকে সোনা জিতিয়ে সেই পরিবারকেই করলেন গর্বিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই অনূর্ধ্ব কুড়ি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা জিতেছেন অন্তিম পাঙ্গল। এই ভারতীয় কন্যাসন্তানের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণামূলক বলে প্রমাণিত হবে। আজও ভারতের প্রচুর পরিবারে কন্যা সন্তানকে বোঝা হিসেবে গ্রহণ করা হয়। সেই সকল পরিবারের কাছে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন অন্তিম।

তার গল্প বলার আগে তার নামকরণের ইতিহাস টা একবার শুনে নেওয়া যাক। তার পরিবার চায়নি তারপর আর কোন কন্যা সন্তান তাদের ঘরে জন্ম গ্রহণ করুক। তার জন্মে একেবারেই খুশি হয়নি তার পরিবার। তাই তার নাম রাখা হয় অন্তিম, যা খুব একটা শোনা যায় না। হরিয়ানার আরো অনেক পরিবারের মতোই তার পরিবারও ছিল পিছিয়ে পড়া মানসিকতা সম্পন্ন।

সম্প্রতি অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন হরিয়ানার অন্তিম। আজ অন্তিম খুব সুখী। তার পরিবারে খুশির হাওয়া বইছে। ছোটবেলা থেকে কন্যা সন্তান বলে সহ্য করতে হয়েছে অনেক অনাচার। জ্ঞান হওয়ার পর থেকে সুশ্রী মেয়েটির শুধু চলছে লড়াই করে গেছেন। কুস্তির মধ্যে খুঁজে পেয়েছিলেন নিজের মুক্তি। জানতেন কুস্তি তাকে একদিন তার যোগ্য সম্মান ফিরিয়ে দেবেন এবং তিনি সকলের চোখে আঙ্গুল দিয়ে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করতে পারবেন। তাই আজ হরিয়ানা তথা ভারতের সেই সমস্ত পরিবারের মেয়েদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন অন্তিম যাদের পরিবার বিশ্বাস করে কন্যা সন্তান শুধুমাত্রই বোঝার সামিল।

antim panghal gold

আজ তার সাফল্যে তাকে কুর্নিশ জানিয়েছেন তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। হয়তো সকলের চোখের আড়ালেই নিজেদের ঘৃণ্য ভাবনা ও মানসিকতার জন্য চোখের জল ফেলছেন অন্তিমের পরিবারের সদস্যরা। তার বাবা রাম নিবাস আর মা কৃষ্ণকুমারী প্রতিবেশীদের মিষ্টিমুখ করেই চলেছেন। তাদের বেটি যে সোনা জিতে ঘরে ফিরছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর