ভারতের নাগরিকত্ব পেয়েছেন শেখ হাসিনা? সামনে এল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বয়ান, শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন? এবার এই বিষয়ে মুখ খুলল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে যে, হাসিনাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে কি না, তার কোনও তথ্য নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, হাসিনার ভারতে থাকার বিষয়টি ভারত সরকারকে বিবেচনা করতে হবে।

ভারতের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী?

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা (Bangladesh) ভারতে তার নতুন হাইকমিশনারের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। কারণ বাংলাদেশ স্বীকৃতি চেয়েছে। মুখপাত্র বলেছেন, “আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। আমি মনে করি না এটি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে। কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তবে এটি সাধারণত তিন থেকে চার মাস সময় নেয়।”

Has former Bangladesh Prime Minister Sheikh Hasina got Indian citizenship.

এর পাশাপাশি তিনি বাংলাদেশ (Bangladesh) ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি নিয়েও বিবৃতি দেন। রফিকুল আলম বলেন, এই সমস্ত নথি ইতিমধ্যেই পাবলিক ডোমেইনে ছিল। যা অবশ্যই হাসিনার কথিত ভিসা বাড়ানোর ক্ষেত্রে ছিল।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের আগে “খুন” করা হবে ৩০ লক্ষ পথকুকুর! তীব্র নিন্দার ঝড় বিশ্বজুড়ে

শেখ হাসিনা নির্বাসিত জীবনযাপন করছেন: জানিয়ে রাখি যে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার এর আগে গত বছরের জুলাই মাসে হত্যা ও জোরপূর্বক মানুষ গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছিল।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! শুরু হল বুলেট ট্রেন করিডোরের বৈদ্যুতিকরণের কাজ, রেলমন্ত্রী দিলেন বড় আপডেট

এদিকে, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি ২০২৪ সালের ৫ অগাস্ট ব্যাপক ছাত্র বিদ্রোহের পরে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সেখান থেকে ভারতে পালিয়ে আসেন। এদিকে, ঢাকায় নতুন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একটি আনুষ্ঠানিক মৌখিক নোট পাঠানো সহ একাধিক অনুরোধ করেছে। তবে, এই বিষয়ে নয়াদিল্লি এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর