বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার হাশিম আমলাকে (Hashim Amla) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ওপেনার সঈদ আনোয়ার (Saeed Anwar)। তিনি দাবি করেছেন যে প্রোটিয়া ওপেনার নিজের ক্রিকেটার জীবনে অনেক হিন্দু ধর্মাবলম্বীকে ইসলামে ধর্মান্তরিত করেছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা যে পাকিস্তানের হয়ে সঈদ আনোয়ার মোট ৫৫ টেস্ট ম্যাচে ৪,০৫২ রান এবং ২৪৭টি ওয়ান ডে-তে ৮,৮২৪ রান করেছেন।
তিনি আমলার সম্পর্কে যে ভিডিওতে এই মন্তব্য করেছেন, সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটির একটি বড় অংশে তিনি ক্রিকেটার হাশিম আমলার প্রশংসা করছেন। কিন্তু তার মাঝেই ওই মন্তব্য করে সঈদ আনোয়ার বিতর্ক তৈরি করেছেন।
আনোয়ার মন্তব্য করেছেন যে, “বিশ্বকাপে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লা বিশ্বকাপকে একটি মাধ্যম বানিয়েছেন এই কাজের। হাশিম আমলা একজন অসাধারণ ক্রিকেটার। তিনিও অনেকজনকে এমনকি একটি হিন্দু পরিবারকে সম্পূর্ণ মুসলমান বানিয়েছেন। মহম্মদ ইউসুফ আগে একজন খ্রিস্টান ছিলেন এবং ইউসুফ ইয়োহানা নামে পরিচিত ছিলেন, তারপর তিনি ইসলামিক দেশ পাকিস্তানের হয়ে খেলার সময় ইসলাম গ্রহণ করেছিলেন।”
India invites Hashim Amla to make money in IPL. Amla returns favour by converting Hindus to Islam.
Reveals Pak captain Saeed Anwar
Check our thread on #CricketJihad in next tweet pic.twitter.com/C5jVAiSyGO
— Pakistan Untold (@pakistan_untold) January 12, 2023
এই মন্তব্যের পর সঈদ আনোয়ারও প্রচণ্ড ট্রোলড পরিমাণে ট্রোলড হচ্ছেন এবং তার বক্তব্যকে ক্রিকেট জিহাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা বলছে, “তারা যতই শিক্ষিত হোক না কেন, তারা যে ক্ষেত্রেরই হোক না কেন, তাদের উদ্দেশ্য শুধুমাত্র ইসলাম প্রচার করা।”
তবে এমনটা প্রথমবার নয় যখন কোনও পাকিস্তানি ক্রিকেটার ক্রিকেটকে ধর্মের সাথে জড়িয়ে এমন মন্তব্য করেছেন। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও আগে এমন বিতর্কিত কিছু মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঘৃণার শিকার হয়েছিলেন।