ঝটকা! আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনির ভাই যোগ দিলেন তালিবানে

বাংলা হান্ট ডেস্কঃ এ যেন ভারতীয় রাজনীতি! আমাদের দেশে যেমন ক্ষমতার জন্য নেতারা বিরোধী দল ছেড়ে শাসক দলে নাম লেখান। ঠিক তেমনটাই এবার দেখা গেল কাবুলিওয়ালাদের দেশে। সেখানে বন্দুক দেখিয়ে ক্ষমতায় আসা কট্টরপন্থী ইসলামিক সংগঠনে নাম লেখালেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনির (Ashraf Ghani) ভাই হশমত গনি (Hashmat Ghani)।

হশমত তালিবানকে সমর্থন করার ঘোষণা করেছেন। হশমত গনির তালিবানে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল (VIral) হচ্ছে। হশমত গনি তালিবানে যোগ দেওয়ার পর আফগানিস্তানে যে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে, সেটা বলাই বাহুল্য।

hashmat

প্রাপ্ত খবর অনুযায়ী, হশমত গনি রাজনীতি আর কূটনীতি নিয়ে ভালো জ্ঞান রাখেন, আর সেই কারণেই তালিবানরাও তাঁকে দলে নিতে পেরে খুশি। হশমত গনির এই দক্ষতা তালিবানের অনেক কাজ আসান করবে বলে মত বিশেষজ্ঞদের।

বলে দিই, আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবান কবজা করার পরই দেশের রাষ্ট্রপতি আশরফ গনি আফগানিস্তান ছেড়ে পালান। বর্তমানে তিনি আরব আমিরশাহিতে পরিবার সমেত শরণ নিয়েছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর