বাংলাহান্ট ডেস্ক: রাম মন্দিরের (ram mandir) ভূমি পূজন (bhumi pujan) নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ফের কট্টরপন্থীদের নিশানায় মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান (hasin jahan)। মুসলিম ধর্মাবলম্বী হয়ে রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে হিন্দুদের অভিনন্দন দেওয়ার ‘অপরাধে’ সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকি (rape and murder threats) দেওয়া হয় তাঁকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন হাসিন।
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে একটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন হাসিন জাহান। রাম মন্দিরের প্রস্তাবিত স্থাপত্যের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শ্রী রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে সবাইকে অভিনন্দন। এবার সকল দেশবাসীকে একজোট হয়ে দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হবে।’
https://www.instagram.com/p/CDg-MM6gs5S/?igshid=1d67krj82z4cx
এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু হয় হাসিনকে। মুসলিম ধর্মাবলম্বী হয়ে কিভাবে তিনি হিন্দুদেন শুভেচ্ছা জানাতে পারেন? প্রশ্ন তোলেন কট্টরপন্থীরা। সমালোচনা এখানেই থেমে থাকে না। হাসিনকে এরপর ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ফের একটি পোস্ট করে হাসিন জানান, রাম মন্দিরের ভূমি পুজোর সময় হিন্দু সমাজকে তিনি অভিনন্দন জানিয়েছিলাম কারন হিন্দুরাও মুসলিম সমাজকে উৎসবে অভিনন্দন জানায়। কিন্তু কয়েকজন কট্টরপন্থীরা এরপর তাঁকে গালিগালাজ করেন ও ধর্ষণ এবং খুনের হুমকি দেন।
https://www.instagram.com/tv/CDnZ_H2AOhn/?igshid=1vjtf7e0lw2cp
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন হাসিন। এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।