প্রায় ডজন খানেক মন্ত্রী ও ১৭১ জন সহ শেখ হাসিনার ভারত সফর, এনআরসি না তিস্তা!

অমিত সরকার : প্রধানমন্ত্রীর বিদেশ সফর টানটান উত্তেজনা বাংলাদেশজুড়ে। কিন্তু যখন বিদেশের মাটিতে একটা মান রক্ষার লড়াই পাকিস্তানকে একঘরে করে দিতে বাংলাদেশ পিছু পা হয় নাই। ভারত সফরের আগে অবশ্যই রাজনৈতিক চাপানউতোর কতটা ছিল বলা মুশকিল। প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন রহস্য এখনো ঘোরাফেরা করছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন হচ্ছে ভারত সফরে কি কি থাকতে পারে?

চারদিনের সফরে আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভারত উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে আছেন ১০ জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ১৭১ জন। জানা গেছে প্রধানমন্ত্রীর এই সফরে ১০ থেকে ১২ টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া তিস্তা জল বন্টন চুক্তি ও এনআরসিসহ বেশকিছু বিষয়ে আলোচনা হবে।

2018 12largeimg231 dec 2018 103334750ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফর। সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেবেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে  হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর