বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। কার্যত এই লড়াই দিয়েই ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে দুই দল। এই ম্যাচ নিয়ে এখন দুই দেশের মধ্যেই উত্তেজনা চরমে। একদিকে যেমন প্রাক্তন খেলোয়াড়রা এই ম্যাচ নিয়ে বয়ান দিতে শুরু করেছেন। তেমনি আবার শুরু থেকেই ভারতকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন বাবর আজম। বাবর বলেছেন, আরব আমিরশাহীতে আমাদের খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে। আরব আমিরশাহীর মাঠগুলি আমাদের হোম গ্রাউন্ডের মত। তাই এখানে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই আমরা।
একথা ঠিক যে আরব আমিরশাহীতে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই ভারতের। কিন্তু অন্যদিকে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। একদিকে যেমন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে একবারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। তেমনি ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একই লজ্জার রেকর্ড রয়েছে পাক দলের। অন্যদিকে পাকিস্তানের তুলনায় এই মুহূর্তে ভারত যে অনেকটাই এগিয়ে তাও মেনে নিয়েছেন অনেক বিশেষজ্ঞই। তবে পাকিস্তানের উঠতি তারকা বোলার হাসান আলি অবশ্য এমনটা মনে করেন না। ভারত-পাক ম্যাচ নিয়ে এবার বড় বয়ান দিয়েছেন তিনি।
হাসান বলেন, “পাকিস্তান দলের বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে। পাকিস্তান দলে এমন খেলোয়াড় আছে যারা যেকোন দলকে পরাজিত করার ক্ষমতা রাখে। আমরা ভারতকে হারিয়ে এই টুর্নামেন্ট শুরু করব। আমাদের দল সংযুক্ত আরব আমিরশাহীতে প্রচুর ক্রিকেট খেলেছে, যা আমাদের অনেক সাহায্য করতে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব বিশ্বকাপ জেতার জন্য।” যদিও ম্যাচের রেজাল্ট নির্ণয় হবে ২৪ অক্টোবরই।
তবে অন্যদিকে ভারতের পক্ষেও রোহিত শর্মা জানিয়ে রেখেছেন, এবার ট্রফি জিততেই মাঠে নামবে ভারতীয় দল। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আর জয় তুলে নিতে পারেনি ভারত। এবার তাই সেই লক্ষ্যেই সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে মুখিয়ে রয়েছেন তারা। সফরের শুরু হতে চলেছে পাকিস্তান ম্যাচ দিয়েই। ভারত নিশ্চয়ই চাইবে পাকিস্তানকে হারিয়ে এবারের সফরেও রেকর্ড অব্যাহত রাখতে। যদিও ক্রিকেট একটি মজার খেলা, তাই ফলাফল কি হবে তা জানা যাবে একমাত্র ২৪ অক্টোবরই।