বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে ফাইনালে পৌঁছানোর আশা শেষ হয়ে গিয়েছে পাকিস্তানের। গ্রুপ লীগে প্রতিটি ম্যাচেই অজেয় ছিল বাবর আজমের দল। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয় তাদের। সেই কারণে স্বাভাবিকভাবেই এখন খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা।
কারণ ম্যাচের নিরিখে বেশিরভাগ সময়ই পাল্লা ভারী ছিল পাকিস্তানের। একদিকে যেমন প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার সামনে 177 রানের বিশাল টার্গেট কারা করেছিল তারা। তেমনি উনিশ তম ওভার পর্যন্ত মনে হয়েছিল এই ম্যাচ সহজেই জিতে নেবে পাকিস্তান। কিন্তু শাহীন আফ্রিদির এই ওভারের তৃতীয় বলে হাসান আলীর হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান ম্যাথু ওয়েড। আর তারপরেই পরপর তিন বলে তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। আর তাই স্বাভাবিকভাবেই এখন হাসান আলীর এই মিস ফিল্ডিং নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলিং করা হচ্ছে তার। এই ক্যাচ ছাড়ার পর মর্মাহত হাসান নিজেও। আর তাই এবার সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। একটি টুইটে হাসান লেখেন, “আমি জানি আপনারা সবাই হতাশ কারণ, আমার পারফরম্যান্স আপনাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না, তবে আপনাদের আমার চেয়ে বেশি হতাশ হওয়া উচিত নয়। আমার ওপর আপনার আস্থা ত্যাগ করবেন না। আমি পাকিস্তান ক্রিকেটকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চাই, তাই আবার কঠোর পরিশ্রম শুরু করেছি।”
میرا سینہ تیری حُرمت کا ہے سنگین حصار،
میرے محبوب وطن تُجھ پہ اگر جاں ہو نثارمیں یہ سمجھوں گا ٹھکانے لگا سرمایہِ تن،
اے میرے پیارے وطنpic.twitter.com/4xiTS0hAvx
— Hassan Ali
(@RealHa55an) November 13, 2021
তিনি আরও লেখেন, “এই পর্ব আমাকে আরও শক্তিশালী করবে। সমস্ত বার্তা, টুইট, পোস্ট, কল এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।” একথা ঠিক যে এবারের টুর্ণামেন্টে কার্যত ডার্ক হর্সের মতই খেলেছিল পাকিস্তান। শুরুতে কেউই তাদের উপর সেভাবে প্রত্যাশা রাখেনি। তবে বিশেষজ্ঞদের সমস্ত অনুমানকে ভুল প্রমাণিত করে এবার তারা বুঝিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। আশা করা যায় পরবর্তী আইসিসি টুর্ণামেন্টেও ভালো পারফর্মেন্স উপহার দেবেন তারা।