বয়ান বদলে দাও, হাথরসে নির্যাতিতর পরিবারকে বললেন DM! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাতরসে (Hathras) ১৯ বছর বয়সী যুবতীর সাথে হওয়া নরকিয় ঘটনার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে। এই ঘটনার পর গোটা দেশেই বিক্ষোভের মহল সৃষ্টি হয়েছে। আর এই নিয়ে দেশজুড়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আজ হাথরস যাওয়া থেকে রোখা হয়েছে। এমনকি ওনাদের গ্রেফতারও করা হয়েছিল। যদিও বিকেলে ওনাদের ছেড়েও দেওয়া হয়।

আর এইসবের মধ্যে হাথরসের ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral VIdeo) হচ্ছে। ভিডিওতে DM কে নির্যাতিতর পরিবারের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। DM নির্যাতিতর পরিজনদের বলছেন, অর্ধেক মিডিয়া চলে গিয়েছে, আর বাকি অর্ধেক আগামীকাল সকালেই চলে যাবে। আমরা আপনাদের পাশে থাকব সবসময়। এবার আপনার ইচ্ছে আপনি বয়ান বদলাবেন কি না। DM এর এই ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। যদিও, আমাদের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরেকদিকে হাথরসের যুবতীর পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেনসিক রিপোর্ট সামনে আসার পর উত্তর প্রদেশের ADG বলেছেন, যুবতীর ঘাড়ে আঘাত লেগেছিল কিন্তু কোনও রিপোর্টেই দুষ্কর্ম ধরা পড়েনি। কিছু মানুষ জাতপাত ইস্যু বড় করার জন্য আর উত্তেজনা বাড়ানোর জন্য গুজব ছড়াচ্ছে। তাঁদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে দিই, রিপোর্ট অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে, যুবতীর হার্ট অ্যাটাক হয়েছিল।

দেখুন ভিডিও … 


Koushik Dutta

সম্পর্কিত খবর