হাথরস কান্ডঃ বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে নিজেদের মধ্যেই মারপিট শুরু করল কংগ্রেস কর্মীরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরস (Hathras) কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। চারিদিকে চলছে প্রতিবাদি সমাবেশ। কিন্তু তার মধ্যে থেকেই স্যোশাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, যা নিয়ে মন্তব্যের ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশে তরুণীর গণধর্ষণের ঘটনায় দেশ জুড়ে এক প্রতিবাদী স্বত্বার প্রকাশ ঘটেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশের উপর উঠেছে নানান অভিযোগ। এমনকি মুখ্যমন্ত্রীর অপদার্থতার দোয়াই দিয়ে তাকে বরখাস্ত করার জন্যও শ্লোগান উঠেছিল।

কংগ্রেসের প্রতিবাদ
৫ ই অক্টোবর সোমবার দিন মুম্বাইয়ের ভাসাইয়ে কংগ্রেস (Indian National Congress) কর্মীরা হাথরস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে নিজেরাই শুরু করে দিল গোষ্ঠীদ্বন্ধ। গণধর্ষণের প্রতিবাদী সভায় নিজেরাই নিজেদের দিকে কাদা ছুড়তে শুরু করল। দেখা গেল তুমুল সংঘর্ষ। যে ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে।

ভিডিওর বিষয়
ভিডিওতে দেখা যায়, একজন আর একজনের কলার ধরে মারপিট করছে। কংগ্রেসের নিজেদের সদস্যদের মধ্যেই চলছে তুমুল মারপিট। ব্যানার কারা ধরবে, তা নিয়েই সমস্যার সূত্রপাত হয়েছিল। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই, এক একজন এক একরকম মন্তব্য করতে থাকে। একজন ব্যাঙ্গ করে লিখেছেন, ‘প্রোটেস্ট ইন প্রোটেস্ট’।

নেটিজনদের মন্তব্য
অপর এক নেটিজন মন্তব্য করেছেন, ‘দেখে মনে হচ্ছে, পরবর্তী সময়ে যদি তারা দ্বিতীয়বার এই সুযোগ না পাযোগী আদিত্যনাথ, তাই এরকম করছে’। এই ব্যক্তির উত্তর দিয়ে অপর একজন লেখেন, ‘এরকমই কিছু মনে হচ্ছে’।

এসবকে ছাপিয়ে যায় আরও এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্য। তিনি বলেন, ‘পাপ্পুর কর্মকর্তারাই পাপ্পুকে টক্কর দিয়ে যাচ্ছে’।

X