বাংলা হান্ট ডেস্কঃ হাথরসের নির্যাতিতার বাড়িতে এখন মানুষের যাতায়াত লেগেই আছে। সোমবার আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রতিনিধি মণ্ডল হাথরসে পৌঁছায়। সেই সময় আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের (Sanjay Singh) উপরে এক যুবক কালি ছিটিয়ে দেয়। এর সাথে সাথে AAP নেতাদের বিরোধিতায় পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে।
A delegation of Aam Aadmi Party (AAP) leaders led by Sanjay Singh meet the family members of the alleged gangrape victim in Hathras. pic.twitter.com/pHx3Q3llgh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 5, 2020
সঞ্জয় সিং হাথরসের নির্যাতিতার সাথে দেখা করতে তাঁদের বাড়ি যান। পুলিশ যেই যুবক সঞ্জয় সিংয়ের উপর কালি ছুঁড়েছিল, তাকে গ্রেফতার করে নেয়। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাওয়া আম আদমি প্রতিনিধি মণ্ডলে আপ বিধায়ক রাখি বিড়লান, রাজেন্দ্র পাল, সঞ্জয় সিং, হরপাল সিং চিমা গিয়েছিলেন।
আরেকদিকে হাথরসের ঘটনা নিয়ে দিল্লীর মহিলা আয়োগের সদস্যার বয়ান সামনে এসেছে। উনি জানিয়েছেন, রাষ্ট্রীয় মহিলা আয়োগ এই ঘটনার কথা জেনেও এখনো পর্যন্ত গ্রামে যায়নি, এটা নিন্দনীয়।
সঞ্জয় সিংয়ের উপর কালি ছোড়ার পর দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, সঞ্জয় সিং উত্তর প্রদেশ সরকারের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আপনি নির্ভয়ে বলছিলেন। ওঁরা আপনার বিরুদ্ধে ১৪ টি FIR করেছে, দফতর সিল করেছে কিন্তু আপনাকে গ্রেফতার করার হিম্মত দেখায় নি, তাই আজ আপনার উপর হামলা করেছে।