‘কাজ থেকে একটু ছুটি নিয়ে মজা করুন’, মোদীর জন্মদিনে বিশেষ পরামর্শ শাহরুখের

বাংলা হান্ট ডেস্ক : সারাদেশেই আজ বেশ ধুমধামের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন পালন (Birthday Celebration) হচ্ছে। দেশজুড়ে শুভেচ্ছার ঢল নেমেছে এই নিয়ে। রাজনৈতিক সতীর্থ থেকে বিপক্ষ, সবাই অভিবাদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। একইসাথে সিনে ইন্ডাস্ট্রির সবাইও এই তালিকায় যুক্ত হয়েছেন। সদ্যই শাহরুখ খানের (Shah Rukh Khan) জওয়ান মুক্তি পেয়েছে, তিনিও এদিন প্রধানমন্ত্রীর ভুয়সী প্রসংশা করে পোস্ট করেছেন।

এদিকে Jawan ছবিকে কিয়দংশে সফল বলাই চলে। কিন্তু সেখানেও বিতর্কের কমতি নেই। অনেকের বক্তব্য শাহরুখ তার ছবিতে Anarchy প্রমোট করছেন। অবশ্য সেসবকে সাইডে রেখে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভুললেননা শাহরুখ। এইদিন টুইটারে (অধুনা এক্স) মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট করেছেন কিং খান। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী!! সুস্থ থাকুন, দিনটা আনন্দে ভরে উঠুক। প্রার্থনা করি, আপনি যেন কাজ থেকে একটু ছুটি পান এবং একটু আনন্দ করার সময় পান। অনেক শুভেচ্ছা’।

কেবল শাহরুখই নয়, ‘টাইগার’ সলমন খানও এইদিন শুভেচ্ছা জানিয়েছেন নমো-কে। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। পাশাপাশি নমো-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান‌। মোদীর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রিয় স্যার, আপনাকে শুধু এই দেশের জনগণ ভালোবাসে আর শ্রদ্ধা করে তা নয়, গোটা বিশ্ব আপনার সিংহের ন্যায় গর্জনকে সম্মান জানায়! শুভ জন্মদিন নরেন্দ্র মোদীজি, জয় হিন্দ’।

আরও পড়ুন : ‘রাধিরাজ’-এর ভাঙনই হল…! শেষ দিনের শ্যুটিং-এ আফসোসের সুর সোনামণির গলায়

তবে কেবল গ্ল্যামার দুনিয়ার মানুষই নন, রাজনৈতিক বিতর্ক ভুলে এইদিন নমো-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানাতে পিছিয়ে নেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও বহু বিরোধী রাজনৈতিক নেতা।

আরও পড়ুন : বৌমাদের গুনে গুনে গোল দেবেন! সিরিয়ালের এই ৫ শাশুড়ির হট অবতার দেখলে ক্রাশ খাবেন আপনিও

 

প্রসঙ্গত জানিয়ে রাখি, রোববার নিজের জন্মদিনে সকালবেলাতেই দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সাথে দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন ‘যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত অংশের উদ্বোধনও হয় তার হাত দিয়েই। এরপর মেট্রো ধরেন ‘ইন্ডিয়া ইন্টারম্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ উদ্বোধনের জন্য। যাত্রাকালে সহযাত্রীদের পাশে বসে তাদের সাথে আলোচনাও করেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর