অজয় দেবগনের এই অভিনেত্রী বোল্ড অবতারে আগুন ঝরাচ্ছে নেট দুনিয়ায়, ভাইরাল হল ছবি

Published On:

মুম্বাইঃ বলিউড অভিনেতা অজয় দেবগনের (Ajay Devgn) সাথে ‘দে দে পেয়ার দে” সিনেমায় অভিনয় করা অভিনেত্রী রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) এই লকডাউনে নিজের কাজকে খুব মিস করছেন। আর নিজের কাজে ফেরার জন্য উনি এখন আর অপেক্ষা করতে পারছেন না।

রাকুল দে দে পেয়ার দে ছাড়াও বেশি কয়েকটি বলিউড মুভিতে কাজ করেছেন। উনি ইনস্টাগ্রাম স্টোরিতে জানান যে, নিজের করা কাজ গুলোকে উনি খুব মিস করছেন। মার্চ মাসে করানো একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেন আর তাঁর সাথে লেখেন, ‘আবারও কাজে ফেরার অপেক্ষা করতে পারছি না আর, মার্চ মাসে করানো শেষ ফটোশ্যুট”

এর সাথে সাথে রাকুলের অনেক পুরনো ছবিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। সেই ছবি গুলো রাকুল নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। জানিয়ে দিই, সম্প্রতি ইনস্টাগ্রামে রাকুলের ফলোয়ার্সদের সংখ্যা বেড়ে ১.৪ মিলিয়ন হয়ে গছে।

আগামী দিনে উনি নিজের একটি নতুন সিনেমায় অর্জুন কাপুরের সাথে অভিনয় করবেন। দেখে নিন ওনার কিছু হট ছবি … 

 

X