বাংলা সেরা সিরিয়ালে কিনা এত বড় ভুল! ‘মিঠাই’এর এই বিরাট ফাঁকটা এতদিন চোখেই পড়েনি কারোর

বাংলাহান্ট ডেস্ক: প্রথমে স্লট বদল, আর এখন সেট বদল। ‘মিঠাই’ তে (Mithai) আসতে চলেছে বড়সড় পরিবর্তন। দু বছর ধরে চলা সবথেকে পুরনো সিরিয়াল এখনো একটা বড় সংখ্যক দর্শকের প্রিয় হয়ে রয়েছে। ২০২১ এ পথ চলা শুরু করা মিঠাই এর এবার বহুদিনের এক সদস্যকে বিদায় জানানোর পালা। মন খারাপের পরিবেশ দর্শক মহলে।

মিঠাই সিরিয়ালের শুরুর দিন থেকেই জড়িয়ে রয়েছে ‘মনোহরা’। মোদক পরিবারের সুন্দর, ছিমছাম বাড়ি যেখানে দু বছর ধরে তৈরি হয়েছে কতশত স্মৃতি। অনস্ক্রিন এবং অফস্ক্রিনেও। এই সেটটার সঙ্গে মিঠাই টিমের প্রত্যেকের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। শনিবার শেষ শুটিং হয়েছে এই সেটে। সিদ্ধার্থ ওরফে আদৃত রায় সেকথা প্রকাশ করতেই রীতিমতো কান্নাকাটি পড়ে গিয়েছে মিঠাই ভক্তদের মাঝে। এর মধ্যেই এমন একটি তথ্য প্রকাশ্যে এসেছে যা দেখে কার্যত অবাক দর্শকরা।

   

adrit mithai

দীর্ঘ দু বছর ধরে চলার জন্য সিরিয়ালের প্রতিটি চরিত্রেই অনেক পরিবর্তন এসেছে। মিঠাই সিদ্ধার্থের পাশাপাশি অন্য চরিত্রগুলিতেও বদল এসেছে। তেমনি এসেছে নতুন অনেক চরিত্র, আবার বিদায়ও নিয়েছে। মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। মিঠাই সিদ্ধার্থ দুজনেরই বয়স বেড়েছে খানিকটা। মিঠাই চলে যাওয়ার পর মিষ্টির ব্যবসা ছেড়ে পুলিশে যোগ দেয় সিড।

স্পেশ্যাল ব্র্যাঞ্চের অফিসার সিদ্ধার্থ মোদক। কথায় কথায় আই কার্ড বের করে নিজের পরিচয় দেয় সিড। কিন্তু সিরিয়াল তথা এই সিদ্ধার্থ চরিত্রটিতে যে এত বড় একটা ভুল থেকে গিয়েছে তা এতদিন লক্ষ্যই করেননি কেউ! এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন দর্শকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুলটা ধরিয়ে দিয়েছেন একজন।

ব্যাপারটা কী? আসলে সিদ্ধার্থর পুলিশ আই কার্ডটিতেই রয়ে গিয়েছে একটা বড়সড় গলদ। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ওই আই কার্ডের। সেখানে সিদ্ধার্থের ছবি এবং অন্যান্য তথ্য থাকার পাশাপাশি রয়েছে তার জন্মতারিখও। আর ভুলটাও সেখানেই। সিদ্ধার্থ মোদকের জন্মতারিখ দেওয়া রয়েছে ৩১/১১/১৯৯২। অর্থাৎ ১৯৯২ এর ৩১ নভেম্বর।

mithai

এটা দেখেই ট্রোল শুরু হয়েছে নেটপাড়ায়। নভেম্বর মাসে তো ৩০ টা দিন। এই অতিরিক্ত একটা দিন এল কোত্থেকে? পোস্টের ক্যাপশনেও ব্যঙ্গ করে লেখা, ‘সিদ্ধার্থ এমন একদিনে জন্ম নিয়েছে যেদিন পৃথিবীর আর কেউ জন্ম নেয়ার সুযোগ পাই নি, তাই উনি তো ইউনিক হবেনই’। কমেন্টেও কটাক্ষ করছেন অনেকে। কেউ কেউ এমনো লিখেছেন, ওই বছরে হয়তো লিপ ইয়ার ছিল আর ফেব্রুয়ারির বদলে নভেম্বরে একটা দিন জুড়ে গিয়েছিল!

ad2
Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর