বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার দলের সর্বকালের সেরা ওপেনার কে? প্রশ্নটা উঠলে অনেকের মুখেই যে নামটা উঠে আসবে সেই নামটা হলো ম্যাথু হেডেন। বিশ্ব বিখ্যাত অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও ম্যাথু হেডেনের নামটি আসবে ওপরের দিকেই। তিনি এককালে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন অনেক গুরুত্বপূর্ণ ও ম্যাচ জেতানো ইনিংস। তার দুর্দান্ত ব্যাটিং মন জয় করেছিল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।
সর্বকালের অন্যতম সেরা অজি ওপেনার সম্প্রতি বাছাই করে নিয়েছেন তার ধারণা অনুযায়ী সর্বকালের শ্রেষ্ঠ একাদশ। কিন্তু তার এই একাদশে জায়গা হয়নি বর্তমান ভারতীয় দলের তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের। কিন্তু তার এই একাদশে জায়গা পেয়েছেন দুজন প্রাক্তন ভারতীয়কে। এই একাদশে ম্যাথু হেডেন বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরই জায়গা দিয়েছেন।
ম্যাথু হেডেন ভারতীয় ক্রিকেটারদের মধ্য থেকে তার সেরা একাদশে অন্তর্ভুক্ত করেছেন সচিন টেন্ডুলকার এবং বীরেন্দ্র সেওবাগকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ও তার একসময়ের ওপেনিং পার্টনার অ্যাডাম গিলক্রিস্টকে বীরেন্দ্র সেওবাগের সাথে ওপেনার হিসাবে রেখেছেন হেডেন। তার সাথে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন তিন নম্বরে।
দুই কিংবদন্তি খেলোয়াড় সচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে যথাক্রমে ব্যাটিং অর্ডারে ৪ ও ৫ নম্বরে রেখেছেন হেডেন। দুই ক্রিকেটারই নিজেদের সময়ের সেরা দুই খেলোয়াড় ছিলেন। এই দলে তিনি অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। এরপর তার দলে যারা জায়গা পেয়েছেন তারা হলেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা, দুই প্রাক্তন পাকিস্তানি সেরা পেসার ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং অজি ও শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলিধরন।
ম্যাথু হেডেনের সর্বকালের সেরা একাদশ:
অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সেওবাগ, রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলিধরন।