বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল (IPL) এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royel challengers bangaluru) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunraisjars Hyderabad)। এই ম্যাচ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ ছিল। কারন গতকাল ম্যাচ জিততে পারলেই প্লে অফে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যেত ব্যাঙ্গালুরুর অপরদিকে গতকাল জিতে প্লে অফের আশা জিইয়ে রাখতে চাইছিল হায়দ্রাবাদ।
গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাঙ্গালোর কে 5 উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এইদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরফলে প্রথমে ব্যাটিং করতে আসে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royel challengers bangaluru)।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে 120 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royel challengers bangaluru)। এইদিন বেঙ্গালুরুর কোন ব্যাটসম্যান ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে 14.1 ওভারে 5 উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন বঙ্গ সন্তান ঋদ্ধিমান সাহা। 32 বলে 39 রান করেন ঋদ্ধিমান সাহা। এই জয়ের ফলে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। অপরদিকে হায়দ্রাবাদের কাছে হেরে প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন করে ফেললো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।