তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আওয়াজ তোলা সায়রা বানু যোগ দিলেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ তিন তালাকের বিরুদ্ধে সুর চরানো সায়রা বানু (Shayara Banu) শনিবার বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন। দলের রাজ্য সভাপতি বংশীধর ভগত দলীয় কার্যালয়ে ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন।

উত্তরাখণ্ডের কাশীপুরের বাসিন্দা সায়রা বানু ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট ওনার দায়ের করা মামলায় রায় শুনিয়েছিল। এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন আনে। সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই সায়রা বানু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন।

Shayara Banu 1

তিন তালাকের বিরুদ্ধে লড়াই জয়ের পর থেকেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ২০১৮ সালে তৎকালীন উত্তরাখণ্ডের রাজ্য সভাপতি অজয় ভট্টের সময় ওনাকে দলের সদস্যতা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কোনও কারণে সেটা সম্ভব হয়নি। সুত্র অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর বর্তমান রাজ্য সভাপতি বংশীধর ভগত শুক্রবার দেহরাদুনে যান, আর শনিবার সায়রা বানুকে দলের সদস্যতা দেন।

জানিয়ে দিই, এর আগে পশ্চিমবঙ্গ থেকে তিন তালাকের বিরুদ্ধে সুর চরানো ইশরাত জাহান বিজেপিতে যোগ দেন। যদিও তিনি তিন তালাকের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকে কট্টরপন্থীদের নিশানায় চলে আসেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেও অনেক বঞ্চনা সহ্য করতে হয়। এমনকি ওনাকে ভাড়া বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়ার খবর শোনা গিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর