কনস্টেবল নিয়োগেও দুর্নীতি! ৮৪১৯ পদে নিয়োগের প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট, তোলপাড় রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। এই আবহেই এবার পুলিশের কনস্টেবলের (Police Constable) চাকরিতেও দুর্নীতির অভিযোগ। রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছে সেই অভিযোগ সামনে এসেছিল। আর এবার এই অভিযোগের ভিত্তিতে বিরাট অ্যাকশন নিল কলকাতা হাইকোর্ট। বুধবার গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (High Court cancel state panel)।

আজ থেকে ৪ বছর আগে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবলের ৮৪১৯ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট পাঁচটি ধাপে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরীক্ষার পর ২০২১ সালের ২৬ মার্চ ৪০২ জনের একটি প্যানেল প্রকাশ বোর্ড। তবে এই নিয়ে বিস্তর অভিযোগ ওঠে।

এই ৮৪১৯ জনের নিয়োগকে চ্যালেঞ্জ করে অনিয়মের অভিযোগ এনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ কনস্টেবল পদের কিছু চাকরিপ্রার্থী। মামলাকারীদের অভিযোগ, নিয়োগে স্বচ্ছতা নেই। একাধিক গরমিল হয়েছে। এই নিয়ে স্টেট ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেন মামলাকারী চাকরিপ্রার্থীরা। বোর্ডের গঠিত প্যানেলে দেখা যায়, সংরক্ষিত শ্রেণির কোনও প্রার্থী জেনারেলদের থেকে বেশি নম্বর পেলে তাকে জেনারেল ক্যাটেগরিতেই সুযোগ দেওয়া হয়েছিল। এতে জেনারেল ক্যাটেগরির সুযোগ কমে গিয়েছে বলে তারা অভিযোগ তোলে।

high court

আরও পড়ুন: ‘দেখা হবে..’, কিছুক্ষণ পরই অভিষেকের অফিসের সামনে যাবেন শুভেন্দু! কী ঘটতে চলেছে আজ?

এরপর অভিযোগের ভিত্তিতে রাজ্যের তালিকা খারিজ করে চার সপ্তাহের মধ্যে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আলাদা তালিকা বানানোর নির্দেশ দেয়। আবার সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের অভিযোগ ছিল, অনেকেই লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও ইন্টারভিউতে প্রচুর নম্বর পেয়েছে। যা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ, এরপরই সবদিক বিবেচনা না করে ওই নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল খারিজ করার নির্দেশ দেয় স্টেট ট্রাইবুনাল।

এরপর মামলায় রাজ্য ট্রাইব্যুনালের নির্দেশ মেনে২০২২ সালের ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন তালিকা প্রকাশ করে। যেখানে পুরনো তালিকার ১৩৭ জনকে বাদ দেওয়া হয়। আবার ২১৭ জন চাকরিতে যোগ দিতে চাননি বলেও আদালতে জানান রাজ্যের এডভোকেট জেনারেল। সেই সময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের  ডিভিশন বেঞ্চ এই গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে।

আরও পড়ুন: ‘রক্ষাকবচ নেই, সব ভুয়ো, ED চাইলে গ্রেফতার করতেই পারে’, অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক বিকাশরঞ্জন

বুধবার করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, ২০২১ সালের ২৬ মার্চ রিক্রুটমেন্ট বোর্ড যে প্যানেল প্রকাশ করেছিল সেটাই অপরিবর্তিত থাকবে। অর্থ্যাৎ পূর্বের রায়ই বহাল রইল।

পাশাপাশি ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ (High Court cancel state panel) করারও নির্দেশ দিয়েছে আদালত। যার জেরে দ্বিতীয় তালিকায় চাকরি পাওয়া কনস্টেবলদের চাকরি যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও হাইকোর্টের নির্দেশ, বাকি শূন্যপদ থেকে মেধার ভিত্তিতে নতুন ভাবে নিয়োগ করা যাবে। অন্যদিকে যেহেতু এতদিন নিয়োগ আটকে ছিল তাই বয়সের বর্ধিত সীমার নিরিখে নিয়োগ করতে হবে। পাশাপাশি যেই ১৭০ জনকে ইতিমধ্যে নিয়োগ করেছিল রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের চাকরি বাতিল না করে অন্যত্র চাকরিতে নিযুক্ত করতে সুপারিশ হাইকোর্টের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর