হাইকোর্টের রায়ে স্বস্তিতে সৌরভ! খারিজ হলো সার্ভিস ট্যাক্স কমিশনারের আপিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রায় দিল সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পক্ষে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সুদ পরিশোধের জন্য ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে সার্ভিস ট্যাক্স কমিশনারের আপিল খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ট্রাইব্যুনাল তার আদেশ স্বরূপ সৌরভকে সুদের সাথে পরিষেবা কর হিসাবে ভুলভাবে গ্রহণ করা টাকা ফেরত দিতে হুকুম করেছিল।

জানা গিয়েছে যে ১৪ই ডিসেম্বর, ২০২০ সালে কলকাতা-ভিত্তিক কাস্টমস, এক্সাইজ এবং সার্ভিস ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় শাখা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যান্ড প্রমোশনের জন্য দাবি করা অর্থ এবং সুদ ফেরত দিতে বলেছিল।

গতকাল রাজস্ব বিভাগের আপিল খারিজ করে, বিচারপতি টি এস শিবগ্নানাম এবং হিরন্ময় ভট্টাচার্যের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে যে এই আপিল বিবেচনার জন্য আইনের কোন প্রশ্ন ওঠেনি। ২০১১ সালের ২৬ শে সেপ্টেম্বর এই নোটিশ জারির মাধ্যমে এক দশকেরও বেশি-দীর্ঘ আইনি লড়াই শুরু হয়েছিল, যখন সৌরভ তার ব্র্যান্ডের প্রচারের জন্য পরিষেবা কর দাবি করে।

money sourav 1

এরপর ২০১২ সালের নভেম্বর মাসে রাজস্ব বিভাগের কমিশনারের রায়ের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে করা দাবিটি সুদ ও জরিমানা প্রদানের নির্দেশ সহ নিশ্চিত করা হয়েছিল। সৌরভ গাঙ্গুলি ২০১৪ সালের ২৬শে ফেব্রুয়ারি, ১,৫১,৬৬,৫০০ টাকার নিজের চাহিদার কথা নিশ্চিত করেন এবং ঐ বছরের মার্চ মাসে হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ মেনে ৫০,০০০০০ টাকা জমা দেন।

২০১৬ সালের ৩০শে জুন সৌরভ গাঙ্গুলীর একটি আবেদনের মাধ্যমে হাইকোর্ট জানিয়েছিলেন যে তিনি শুধুমাত্র ১,৫১,৬৬,৫০০ টাকা ফেরত দেওয়ার অধিকারী নন এবং তার সাথে ৫০ লক্ষ টাকা দুটি ভাগে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ১০ শতাংশ হারে সুদের পরিমাণও পরিমাপ করেছে টাকাটা ফেরত দেওয়ার সময়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর