‘এটা কি খেলা নাকি?’, ভরা এজলাসে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি অমৃতা সিনহা! কারণ কি?

বাংলা হান্ট ডেস্কঃ আজ ফের পঞ্চায়েত মামলায় (Panchayat Case) কড়া প্রতিক্রিয়া হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha)। পঞ্চায়েত হিংসা-মামলায় আজ রাজ্যকে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের। ভোট (Panchayat Election 2023) বিষয়ক হাইকোর্টে আজ অন্তত ৪০টি মামলার শুনানি। তার মধ্যে ১৬টি মামলা রয়েছে বিচারপতি সিনহার এজলাসে।

প্রসঙ্গত, ঠাকুরপুকুর-মহেশতলায় গণনাকেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকা নিয়েও অভিযোগ ওঠায় আদালতে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে এদিন ক্ষুব্ধ হয়ে বিচারপতির প্রশ্ন, ‘এবার কি তবে আদালতকে নির্বাচন করাতে হবে? আদালতকে আধিকারিক নিযুক্ত করে নির্বাচন করাতে হবে কি?’

high court

অন্যদিকে, ঝালদায় (Jhalda) ব্যালট (Ballot) বাতিল মামলা নিয়ে ফের আদালতে তিরস্কারের মুখে বিডিও। পঞ্চায়েত মামলায় এদিন আদালতে রিপোর্ট জমা করেন ঝালদা-১ ব্লকের বিডিও। প্রসঙ্গত, সেখানে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলের কাছে হেরে যান কং প্রার্থী তেজেন্দ্রনাথ মাহাতো। এরপর একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

অভিযোগ ছিল, প্রথমে ১৬২টা ব্যালট পেপার বাতিল হলে ওখানে পুনর্গণনা হয়। সেই সময় ১৬২র বদলে ৩১৯টি ব্যালট পেপার বাতিল হয়। প্রার্থীর অনুপস্থিতিতেই গণনা করেছেন রিটার্নিং অফিসার। অভিযোগের ভিত্তিতে বিচারপতির প্রশ্ন, হঠাৎ করে পুনর্গণনায় কীভাবে অতিরিক্ত ৩১৯ ব্যালটই বাতিল হয়ে গেল? সূত্রের খবর জবাবে বিডিও জানান, কিছু প্রথমে একটা ভুল হয়ে থাকতে পারে।

এরপরই বিডিও-কে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘পুনর্গণনায় ৩১৯টি ব্যালট বাতিল করেছেন, এটা কি খেলা নাকি? ওই সময় বিডিও কি চোখ বন্ধ করে ছিলেন? এমন ভুলই যদি হতে থাকে, তাহলে নির্বাচনের গুরুত্ব কী? কে চাপ দিয়েছিল পুনর্গণনার জন্য? এত দ্রুততা কীসের? প্রথমবার গণনার সময় কারও নজরেই এল না যে ব্যালটে সই ছিল না?’ এদিন নির্বাচন কমিশনকে হলফনামা জমারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ৭ অগাস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর