বাংলাহান্ট ডেস্ক : আমাদের সকলেরই উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। তাই আমরা নিজেদের রোজগারের থেকে কিছুটা পরিমাণ অর্থ বিনিয়োগ করি বিভিন্ন খাতে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগের (Investment) বিকল্প হতে পারে রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) ফিক্সড ডিপোজিটের মতোই সুদ মেলে।
নির্দিষ্ট সময়ের জন্য টাকা গচ্ছিত রেখে একটা সময় পর সুদ পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে। তবে প্রতি মাসে একটু একটু করে রেকারিং ডিপজিটে বিনিয়োগ করলে প্রতি মাসেই বৃদ্ধি পায় সুদ। প্রত্যেকটি ব্যাংক রেকারিং ডিপোজিট স্কিম চালিয়ে থাকে। তবে ব্যাংক বিশেষে সুদের হার ভিন্ন হয়। এই মুহূর্তে ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক এইচডিএফসি (HDFC Bank) দুর্দান্ত সুদ প্রদান করছে রেকারিং ডিপোজিটের উপর।
আরোও পড়ুন : দার্জিলিং যাওয়ার প্ল্যান? বেরনোর আগে ভালো করে ভেবে নিন! দেখতে পাবেন না এই পর্যটন কেন্দ্রগুলো
৬ মাসের রেকারিং ডিপোজিটে পাওয়া যাচ্ছে ৪.৫০ শতাংশ সুদ। যারা ৯ মাসের জন্য রেকারিং ডিপোজিট করবেন তারা পেয়ে যাবেন ৫.৭৫ শতাংশ সুদ। ১২ মাসের রেকারিং ডিপোজিটে ৬.৭% ও ১৫ মাসের রেকারিং ডিপোজিটে ৭.১০% সুদ দিচ্ছে এইচডিএফসি। অন্যদিকে, এক বছর থেকে দুই বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে এই ব্যাংক প্রদান করছে ৭ শতাংশ সুদ। পাশাপাশি পাঁচ বছরের জন্য রেকারিং ডিপোজিট করলে পাওয়া যাবে ৭ শতাংশ সুদ।
পাঁচ বছরের জন্য প্রতি মাসে রেকারিং ডিপোজিটে যদি এক হাজার টাকা করে জমানো হয়, তাহলে মোট সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা। ৭ শতাংশ সুদের হারে পাঁচ বছর পর বিনিয়োগকারী মোট ফেরত পাবেন ১১৯৩৩ টাকা। হিসাব অনুযায়ী, প্রতি মাসে ১০০০ টাকা করে ৫ বছর জমালে অতিরিক্ত ৭১ হাজার ৯৩৩ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, প্রবীণ নাগরিকেরা এই মেয়াদের রেকারিং ডিপোজিট করলে পেয়ে যাবেন ৭.৫০% সুদ।