সংযুক্তিকরণের পর গ্রাহকদের বড়সড় সুখবর দিল HDFC ব্যাঙ্ক! এবার মিলবে এই বিশেষ সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: এবার HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর! ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক বৃহস্পতিবার দাবি করেছে যে, তারা পাইলট প্রোজেক্টের ভিত্তিতে জারি করা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সির (Central Bank Digital Currency, CBDC) মাধ্যমে ১ লক্ষেরও বেশি গ্রাহক এবং ১.৭ লক্ষেরও বেশি ব্যবসায়ীকে যুক্ত করেছে।

শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক: মূলত, পারস্পরিক লেনদেনের সুবিধার্থে ব্যাঙ্কটি ই-রুপি প্ল্যাটফর্মের সাথে UPI (Unified Payments Interface) “QR কোড”-ও চালু করেছে। উল্লেখ্য যে, CBDC হল কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক জারি করা মুদ্রার ডিজিটাল রূপ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত বছরের নভেম্বরে পাইলট প্রোজেক্ট হিসেবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি প্রোগ্রাম চালু করেছিল। পাশাপাশি, গত ডিসেম্বরে খুচরো লেনদেনের জন্য এটি চালু করা হয়।

RBI-এর ডেপুটি গভর্নর এই তথ্য জানিয়েছেন: উল্লেখ্য যে, RBI-এর ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যে বছরের শেষ নাগাদ ডিজিটাল মুদ্রায় লেনদেন প্রতিদিন ৫,০০০-১০,০০০ থেকে ১০ লক্ষে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

ব্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি: এদিকে, এই পাইলট প্রকল্পে প্রথমে ব্যাঙ্কের সংখ্যা ছিল মাত্র আটটি। যদিও, বর্তমানে তা বেড়ে ১৩ টি হয়েছে। বর্তমানে CBDC-র ১৩ লক্ষ ব্যবহারকারী রয়েছে। যার মধ্যে ৩ লক্ষ ব্যবসায়ী রয়েছেন। এদিকে, শঙ্কর আরও জানান যে, চলতি বছরের এপ্রিলের শেষ পর্যন্ত মাত্র এক লক্ষ ব্যবহারকারী ছিল। যা এখন বেড়ে ১৩ লক্ষ হয়েছে।

UPI-এর মাধ্যমে লেনদেন করা হবে: উল্লেখ্য যে, CBDC চালু করার পর, কেন্দ্রীয় ব্যাঙ্ক গত জুন মাসে UPI-এর মাধ্যমে ডিজিটাল রুপির পারস্পরিক লেনদেনের বিষয়টি ঘোষণা করে। এদিকে, “UPI QR কোড” চালু করার সাথে সাথে, HDFC ব্যাঙ্ক বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রথম ব্যাঙ্কগুলির মধ্যে একটি।

ডিজিটাল রুপিতে পেমেন্ট গ্রহণ: এমতাবস্থায়, ব্যাঙ্ক তার সাথে জড়িত ব্যবসায়ীদের তাঁদের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল রুপির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার অনুমতি দিয়েছে। যার ফলে দৈনন্দিন লেনদেনে CBDC-র ব্যবহার বেড়েছে। মূলত, CBDC-র সাথে সংযুক্ত গ্রাহকরা নিজ নিজ টার্মিনালে “UPI QR কোড” স্ক্যান করে ডিজিটাল রুপিতে নিজেদের মধ্যে লেনদেন করতে পারেন।

HDFC Bank gives big news to customers

কোন কোন শহরে ই-রুপির সুবিধা পাওয়া যাচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, HDFC ব্যাঙ্ক বর্তমানে ২৬ টি শহরে ই-রুপির পেমেন্ট সুবিধা প্রদান করছে। সমস্ত মহানগরগুলি ছাড়াও, ভুবনেশ্বর, গুয়াহাটি, গ্যাংটক, ইন্দোর, ভোপাল, লখনউ, পাটনা, কোচি, গোয়া, সিমলা, জয়পুর, রাঁচি, নাগপুর, বারাণসী, বিশাখাপত্তনম, পন্ডিচেরি এবং বিজয়ওয়াড়ার মতো শহরগুলিও এই পরিষেবায় অন্তর্ভুক্ত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর