গরীবদের জন্য অভিনব উদ্যোগ! খেল দেখাল HDFC, এই ‘বিশেষ’ প্রকল্প দেখে ধন্য ধন্য করছেন সবাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ব্যাংকিং সেক্টরে অন্যতম একটি বড় নাম এইচডিএফসি (HDFC)। বেসরকারি এই আর্থিক প্রতিষ্ঠানটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এইচডিএফসি ব্যাঙ্ক দেশের বিভিন্ন প্রান্তে শত শত শাখার মাধ্যমে পরিষেবা দিয়ে আসছে গ্রাহকদের। তবে এবার গ্রামের প্রান্তিক মানুষদের কথা চিন্তা করে নতুন স্কিম নিয়ে এসেছে এইচডিএফসি ব্যাঙ্ক।

এইচডিএফসির (HDFC Bank) অভিনব উদ্যোগ 

প্রগতি সেভিংস স্কিম নামে একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট প্রকল্প লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাংক জানাচ্ছে, আপাতত দেশের ৫১ টি শাখায় এই পরিষেবা মিলবে। তবে ধীরে ধীরে দেশের অন্যান্য শাখাতেও এই পরিষেবা শুরু করা হবে। এই স্কিমে বিশেষ সুবিধা প্রদান করা হবে কৃষকদের।

hdfc bank

এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ মনে করছে যেভাবে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এই প্রকল্প সব ধরনের মানুষের সমানাধিকার নিশ্চিত করতে অনেকটাই সফল হবে। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কৃষকদের প্রদান করা হবে দুচাকার গাড়ির লোন, ট্রাক্টর লোন, গোল্ড লোন, কিষাণ লোন, কিষাণ গোল্ড লোনের মতো একাধিক সুবিধা।

আরোও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যে ওড়িশায় বাড়ল আলুর দাম! পাল্টা জবাব পশ্চিমবঙ্গের

ব্যাংকের আশা এইচডিএফসি-র এই লোন (Loan) অফারের ফলে ব্যাপক মাত্রায় উপকৃত হতে চলেছেন দেশের কৃষকরা। প্রগতি সেভিংস স্কিম (Pragati Savings Scheme) একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এছাড়াও এই অ্যাকাউন্টে থাকবে লোনের সুবিধা। প্রয়োজন মতো কৃষকরা লোন পাবেন এই স্কিমের মাধ্যমে।

শুধু লোন নয়, এইচডিএফসি ব্যাংকের অন্যান্য সুবিধাও থাকছে এই অ্যাকাউন্টে। কৃষকরা যাতে তাদের সুবিধামতো লোনের টাকা পরিশোধ করতে পারেন সেই দিকেও বিশেষ নজর দেবে এইচডিএফসি ব্যাঙ্ক। মূলত দেশের প্রান্তিক কৃষকদের আর্থিক ভাবে আরো সমৃদ্ধ করাই লক্ষ্য এই প্রকল্পের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X