সিয়াচেনে বরফের তলায় চাপা পড়লেন দশ জওয়ান, দ্রুত গতিতে চলছে উদ্ধার করার কাজ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লাদাখের সিয়াচেনে (siachen) বরফের ধ্বসের কারণে সেনার আট জওয়ান বরফের অনেক নীচে চাপা পড়ে গেছেন। সেনার ওই জওয়ানদের উদ্ধারকার্জ  শুরু করা হয়েছে। সেনা সুত্র অনুযায়ী, দুপুর ৩ টে ৩০ নাগাদ বরফের তুফান (avalanche) ওঠে। সেই সময় সেনার আট জওয়ান পেট্রোলিং পার্টির নিরীক্ষণ করছিল। বরফের ধ্বস উত্তর গ্লেশিয়ারে হয়, যেখানকার উচ্চতা প্রায় ১৮ হাজার ফুট বলে শোনা যাচ্ছে।

সেনা সুত্র থেকে জানা যায় যে, ওই পেট্রোলিং পার্টিতে আট জওয়ান ছিলেন। আর ওনাদের তল্লাশিতে দ্রুত গতিতে উদ্ধারকার্জ শুরু করা হয়েছে। এর আগে ৩রা ফেব্রুয়ারি বরফের ধ্বসে দেশের ১০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। বরফের তলায় আটকে থাকা ল্যান্স নায়ক হনুমনথপ্পাকে ছয় দিন পর উদ্ধার করা হয়েছিল। উনি ছয়দিন কঠিন বরফের তলায় জীবিত ছিলেন। কিন্তু ১১ ই ফেব্রুয়ারি দিল্লীর এইমসে চিকিৎসা চলাকালীন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মাসেই গুলমার্গে বরফের ধ্বসের কারণে দুজন মুটের মৃত্যু হয়েছিল।

X