নিজের সন্তানদের জন্য দেশকে লুট করতেও পিছপা হননি মাঃ সোনিয়াকে আক্রমণ স্মৃতির

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের সাথে চীনের বিরোধের মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) অভিযোগের তীর ছুঁড়লেন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) দিকে। রাজীব গান্ধী ফাউন্ডেশনকে কটাক্ষ করে বললেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তার সন্তানদের জন্য দেশকে লুট করতেও পিছপা হননি। নিজেদের সুবিধার জন্য দেশকে চীনের হাতে তুলে দিতেও রাজি তারা।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই বিস্ফোরক মন্তব্যে সরগরম হয়ে রয়েছে রাজনৈতিক মহল। কানপুর-বুন্দেলখণ্ড ও অবাধ অঞ্চলের যৌথ জনসমক্ষে সংলাপ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

smriti irani image

গান্ধী পরিবারকে আক্রমণ স্মৃতির
ভার্চুয়াল সমাবেশে তিনি ঝাঁসির রানীর অসীম বীরত্বের কথা স্মরণ করে বলেন, বুন্দেলখণ্ডের এক কন্যা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। পাশপাশি তিনি এমন এক মা ছিলেন, যিনি যুদ্ধ ক্ষেত্রে নিজের সন্তানকে পিঠে বেঁধে যুদ্ধও করেছিলেন। কিন্তু এই অঞ্চলের মানুষদের দুর্ভার্গ্য যে, বর্তমানে তাঁদের ওখানে এমন একজন সাংসদ রয়েছেন, যিনি রাজীব গান্ধী ফাউন্ডেশনের মাধ্যমে তার সন্তানদের জন্য দেশকে লুট করতেও দ্বিতীয়বার ভাববেন না বলে অভিযোগ করেন স্মৃতি।

হাত মেলাচ্ছে চীনের সঙ্গে, অভিযোগ
পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, গান্ধী পরিবার প্রধানমন্ত্রীর পিছনে চীনের সঙ্গে হাত মেলাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর ফান্ড থেকেও অর্থ সরিয়ে শত্রু দেশ চীনকে দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংবিধান ধর্মকে প্রাধান্য দিয়ে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন।

SONIA INNER20171215083249

গান্ধী পরিবারের সময় শেষ
গান্ধী পরিবারকে কটাক্ষ করে তিনি বলেন, পূর্বে কেন্দ্র দরিদ্রদের জন্য ১ টাকা পাঠালে, মানুষের কাছে পৌঁছাত মাত্র ১০ পয়সা। কিন্তু বর্তমানে মোদী সরকার ১ টাকা পাঠালে, পুরোটাই তাঁদের অ্যাকাউন্টে যাচ্ছে। গান্ধী পরিবারের সময় শেষ। তাঁদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর