রাস্তায় ২৫ লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরালেন পুলিশকে, সততার নজির গড়ে পুরস্কার পেলেন রিক্সা চালক

বাংলাহান্ট ডেস্ক : এক ই-রিক্সা চালক রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন একটি ব্যাগ। সেই ব্যাগ ফিরিয়েও দিয়ে ছিলেন পুলিশকে। আর তারপরেই পুলিশ দেখল ব্যাগের মধ্যে রয়েছে ২৫ লক্ষ টাকা (Money)। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গাজিয়াবাদে (Gaziabad)। রিক্সা চালকের নাম আস মোহাম্মদ। এই রিক্সা চালক মঙ্গলবার রাতে গাজিয়াবাদের মোদিনগর লোকালয় দিয়ে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন রাস্তার পাশে। তিনি এরপর খোঁজার চেষ্টা করেছিলেন ওই ব্যাগের মালিককে। কিন্তু খুঁজে কোন লাভ হয়নি তার।

মোহাম্মদ এই ব্যাগটি নিজের কাছে না রেখে নিয়ে চলে যান মোদিনগর থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন ব্যাগটি। পুলিশ আধিকারিকেরা ব্যাগটি পরীক্ষা করার সময় দেখেন যে ব্যাগের মধ্যে ৫০ টি ৫০০ টাকার বান্ডিল রয়েছে। অর্থাৎ ব্যাগের মধ্যে রয়েছে মোট ২৫ লক্ষ টাকা। রিক্সা চালকের এই সততায় মুগ্ধ হন থানার ডিসিপি।

ডেপুটি কমিশনার অফ পুলিশ কমিশনারেট গাজিয়াবাদে কি হয়েছিল তার বিশদ বিবরণ টুইট করেছেন। তিনি লিখেছেন, “এক গ্রামীণ ই রিক্সা চালককে ডিসিপি সম্মানিত করেছেন। এই রিক্সা চালক রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি টাকা ভর্তি ব্যাগ পুলিশের কাছে হস্তান্তর করে সততার উদাহরণ স্থাপন করেছেন।” এই টুইটে মোহাম্মদের দুটি ছবিও শেয়ার করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে তার হাতে প্রশংসা পত্র ও ফুলের তোড়া তুলে দেওয়া হচ্ছে।

 

ইতিমধ্যেই থানার ডিসিপি রিকশাচালকের হাতে তুলে দেন একটি প্রশংসাপত্র। মোহাম্মদের এই সততায় ইন্টারনেট ব্যবহারকারীরাও খুব খুশি। তাকে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ইন্টারনেট ব্যবহারকারী পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, “বিষয়টি খুবই প্রশংসনীয় এবং ওই ব্যক্তিকে সম্মান জানানোর জন্য প্রশংসা প্রাপ্য আপনাদের।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর