এক ব্যক্তি যিনি হাত পা না থাকা সত্তেও একজন সাঁতারু হয়েছেন ও আকাশে উড়েছেন

বাংলা হান্ট ডেস্ক : সত্যিই প্রতিভা আসলে ভগবান প্রদত্ত হয়, তাই তো হাত পা না থাকার সত্বেও ইংলিশ চ্যানেল পার করেছেন এক মহিলা সাঁতারু, এ বার সেই তালিকায় যুক্ত হলেন আর এক সাঁতারু যিনি জলেও সাঁতার কাটছেন আবার আকাশে উড়ছেন অথচ নেই তাঁর হাত বা পা৷ তিনি হলেন নিক ভূজিক, তিনি যখন জন্মেছিলেন তখন থেকেই তাঁর হাত বা পা ছিল না৷ টেট্রা অ্যামেলিয়া সিনড্রোমে ভুগছিলেন তিনি, বিরলতম ব্যাধি হিসেবে ধরা হয় এই আমেলিয়া সিনড্রোম কে৷download 10

এটি জীবনের সেরা ভ্রমণ বললেও কম বলা হয়৷ মাত্র দশ বছর বয়সে তিনি নিজেই নিজের লাইফকে নেওয়ার চেষ্টা করেছিলেন, স্কুলে মানসিক এবং শারীরিক ভাবে তাঁকে বার বার অত্যাচারিত হতে হয়েছে কিন্তু বিষয়টিতে মোটেও আমল দিতে চাননি তিনি বরং এ সবকে উপেক্ষা করে নিজের জীবনকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন৷ সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সীমাবদ্ধতার মধ্যে না থেকে জীবনে কিছু করার চেষ্টা করেছিলেন৷

তার পর নিজের চেষ্টায় একজন সাঁতারু এবং স্কাই বিভোর হয়ে উঠলেন, বর্তমানে গোটা বিশ্ববাসী তাঁকে এক নামছেন অথচ তাঁর হাত পা দুটোই নেই৷ কিন্তু তাঁর অঙ্গ হীনতা তাঁর কোনও প্রতিভাকে আটকাতে পারেনি৷ তবে শুধুমাত্র একজন দক্ষ সাঁতারু বা স্কাই ডাইভার হিসেবেই তাঁর পরিচিতি নয় কারণ তিনি এখন দুই সন্তানের বাবা৷ তিনি প্রমাণ করেছেন কোনও শারীরিক অক্ষমতা কোনো ব্যক্তিকে সীমাবদ্ধ করতে পারে না৷

সম্পর্কিত খবর