অভিনয় ছেড়ে শুরু করেছেন চাষ! সেই ভিডিও ইউটিউবে দিয়ে রোজগার করছেন কোটি কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বর্তমানে এমন কিছু কৃষক আছেন যাঁরা চাষের সংজ্ঞাটাই রীতিমত বদলে দিয়েছেন। একদিকে যেখানে দেশের বহু কৃষক সঠিক লাভ নিয়ে চিন্তিত থাকেন, সেখানে কিছু কিছু কৃষক রয়েছেন যাঁরা তাদের ভিন্ন চিন্তার ভিত্তিতে চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। ঠিক সেইরকমই একজন কৃষক হলেন উত্তরপ্রদেশের রমন ত্যাগী। যিনি তাঁর যুগোপযোগী চিন্তা এবং অভিনব চাষের জন্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

নাশপাতি চাষ:
উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা রমন ত্যাগী যদিও প্রথম থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন না। দৈনিক ভাস্করের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, তিনি মিরাট থেকে চলচ্চিত্রে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু তাঁর চিন্তাভাবনা তাঁকে চলচ্চিত্রের নয়, বরং বাস্তব জীবনেই কৃষকদের কাছে “নায়ক” করে তুলেছে।

শুধু তাই নয়, রমন তাঁর বাবার পাশাপাশি নিজেকেও বিখ্যাত করেছেন। মূলত, হাপুরের বাসিন্দা রবি ত্যাগী এবং তাঁর ছেলে রমন এখন নাশপাতি চাষের জন্য পরিচিত। রবি প্রায় ৩০-৪০ বছর ধরে জমির সীমানায় নাশপাতি চাষ করছেন। কিন্তু এখন তাঁর ছেলে নিজস্ব চিন্তার ভিত্তিতে এই কাজের একটি ভিন্ন পরিচয় তৈরি করেছেন।

৪০ লক্ষ টাকা পর্যন্ত আয়:
রমন ও তাঁর বাবা প্রায় ৭০ বিঘা জমিতে আম, পেয়ারা এবং লিচুর গাছ লাগিয়েছেন। এর পাশাপাশি জমির ধারে নাশপাতি গাছও লাগিয়েছেন তাঁরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এগুলি বিক্রি করেই প্রতি বছর ৪০ লক্ষ টাকা পর্যন্ত আয় হয় তাঁদের। রমন গত বছর সমগ্র দেশে প্রায় ৩০০ জন কৃষককে তাঁদের চাষ করা এশিয়ান নাশপাতি গাছের ডাল সরবরাহ করেছিলেন। এই ডালগুলি থেকে গাছপালা প্রস্তুত করা হয়।

মূলত, ২০১৪-১৬ সালে মিরাটের ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয় এবং এডিটিংয়ের দুই বছরের কোর্স করা রমনকে তাঁর বাবা এমন কিছু করতে বলেছিলেন যা মুম্বাইয়ের মানুষদের এখানে আসতে বাধ্য করবে। এই কারণেই অভিনয়ের কোর্স করা সত্ত্বেও রমন মুম্বাই যাননি এবং এখানে কৃষিকাজে যুক্ত হন।

এদিকে, পৈতৃক জমিতে চাষাবাদ ছাড়াও একাধিক ইউটিউব চ্যানেলও চালান রমন। তাঁর একটি চ্যানেলে ১২ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। রমনের বাবা ক্যামেরার সামনে কথা বলেন এবং তারপরে রমন ভিডিওর এডিটিং এবং ব্র্যান্ডিং থেকে সমস্ত কিছু পরিচালনা করেন।

ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয়:
জেনে অবাক হবেন যে, রমন ইউটিউব থেকে প্রতি মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা আয় করেন। তাঁর বাবা ওই চ্যানেলে আপলোড করা ভিডিওগুলিতে সঞ্চালনা করেন। মূলত, চ্যানেলে কৃষিকাজ সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। এই প্রসঙ্গে রমন জানিয়েছেন যে, “চাষ করেও প্রচুর উপার্জন করা সম্ভব, যদি আমরা সেটি একটি স্মার্ট উপায়ে করি।”

রমনের মতে, যখন আম ও লিচুর মরশুম থাকে তখন নাশপাতিও ফল দেয়। পাশাপাশি, এটি বাজারে সহজেই বিক্রি হয়। যাঁরা নাশপাতি রোপণ করতে ইচ্ছুক তাঁদের প্রথমে নভেম্বর মাসে ডাল কাটা উচিত। তারপর এক মাস পরে এটি প্রতিস্থাপন করতে হয়। এছাড়াও, রমন জানান, জমির পাশে গাছ লাগানোর ক্ষেত্রে তাদের মধ্যে ১০-১০ ফুট দূরত্ব রাখতে হবে এবং যদি পুরো জমিতে নাশপাতি চাষ করতে হয় সেক্ষেত্রে ২০-২০ ফুট দূরত্ব রাখার প্রয়োজন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর