বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্র সরকারের সঙ্গে মিলিতভাবে কাজ করে চলেছে রাজ্যগুলোও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে এমনটাই জানাল হল গত সোমবার। প্রতিনিয়তই করোনা আক্রান্ত এবং সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছে চিকিৎসকরা।
বাড়ছে সুস্থতার হার
ভারতে করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, উল্টো দিকে কিন্তু সুস্থ হচ্ছেনও বিরাট সংখ্যক মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৩৫। বর্তমানে মোট সুস্থতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯১৮১৮। ধীরে ধীরে ভারতে করোনা নিরাময়ের হার বেড়ে হয়েছে ৪৮.১৯ শতাংশ। সুস্থতার হার সংক্রমণের প্রাক্কালে গত ১৫ ই এপ্রিল ছিল ১১.৪২ শতাংশ, তারপর ৩ রা মে ২৬.৫৯ শতাংশ এবং ১৮ ই মে এই সুস্থতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৩৮.২৯ শতাংশ- জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়।
চলছে চিকিৎসাও
দেশের এখনও প্রায় ৯৩৩২২ টি করোনা অ্যাকটিভ কেস চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। মৃতের হার বর্তমানে ২.৮৩ শতাংশ রয়েছে, জানায় স্বাস্থ্য মন্ত্রক।
কমছে মৃতের হারও
মৃতের হারের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ১৫ ই এপ্রিল এই হার ছিল ৩.৩০ শতাংশ, ৩ রা মে ৩.২৫ শতাংশ এবং ১৮ ই মে ৩.১৫ শতাংশ ছিল। সে মৃত্যু হার বর্তমানে অনেকটাই কমে গিয়ে দাঁড়িয়েছে ২.৮৩ শতাংশ। অর্থাৎ সংক্রমণের মাত্রা বাড়লেও, মৃত্যু কিন্তু কমছে। সুস্থতার হার ক্রমাগত বাড়ছে। সঠিক সময়ে করোনা শনাক্তকরণ এবং তাঁর চিকিৎসার কারণেই আজ এই দিনটা দেখাতে পাচ্ছে ভারতবাসী। ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ।
করা হচ্ছে পরীক্ষাও
পাশাপাশি টেস্টও চলছে জোরকদমে। স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে, দেশে মোট ৬৭৬ টি পরীক্ষা গারে করোনা পরীক্ষা করা হচ্ছে। তাঁর মধ্যে ৪৭২ টি সরকারি এবং ২০৪ টি বেসরকারি পরীক্ষাগার রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩৮৩৭২০৭ টি করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল প্রায় ১০০১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।