আইসিসিকে তোপ দাগলেন দাদা! বললেন তাড়াতাড়ি মিটিয়ে দিন বিসিসিআই এর 2700 কোটি বকেয়া অর্থ।

কয়েক বছর আগে অধিনায়ক হিসাবে যেমন এগ্রেসিভ সৌরভ গাঙ্গুলি কে দেখেছিল দেশবাসী এবার বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে বসে সেই একই ভূমিকায় দেখা গেল দাদাকে। সদ্য বিসিসিআই সভাপতি পদে বসেছেন উনি। আর বিসিসিআই সভাপতি পদে বসেই সরাসরি তোপ দাগলেন আইসিসিকে। সেই সাথে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আইসিসির সাথে সুষ্ঠ ভাবে কাজ করার কথাও জানালেন।

বিসিসিআই সভাপতি পদে বসে সৌরভ গাঙ্গুলি বলেছেন ক্রিকেট বিশ্বে মোট অর্থ উপার্জনের মধ্যে শুধুমাত্র ভারত থেকেই 70 থেকে 80 শতাংশ উপার্জন হয় আইসিসির। তাই আইসিসির উচিৎ বিসিসিআই কে আরও বেশি পরিমাণে অর্থ দেওয়া। সেই সাথে দাদা জানিয়েছেন শেষ কয়েক বছরে বিসিসিআই কোনো প্রকার টাকা পায় নি আইসিসির কাছে। আর এই ব্যাপারে খুব তাড়াতাড়িই আইসিসির সাথে আলোচনায় বসবেন তিনি এমটাই জানা গিয়েছে। জানা গিয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আইসিসির কাছে বিসিসিআই এর বকেয়া 372 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2700 কোটি টাকা দাবি করবেন।

15759317001bed4052cf0d38f88d8eb717f840ff1

সেই সাথে দাদা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির সাথে সুষ্ট ভাবেই কাজ করবে বিসিসিআই। এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান পদে রয়েছেন প্রাপ্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। কিন্তু আইসিসির চেয়ারম্যান একজন ভারতীয় হওয়ার সত্ত্বেও তার সময়ে বিসিসিআই এবং আইসিসির সম্পর্ক চরমে পৌঁছায়। আর তাই শশাঙ্ক মনোহরের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন দাদা। সেই সাথে দাদা পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন আইসিসির অর্ধেক শেয়ার হোল্ডার বিসিসিআই এর উপর আর কোনো প্রকার অবহেলা মেনে নেওয়া হবে না।

Udayan Biswas

সম্পর্কিত খবর