আবারও লাইমলাইটে ফিরতে চেয়েছিলেন তিনি, মৃত্যুর দুমাস আগে তাপসের ফোন ইন্দ্রাণীকে

বাংলাহান্ট ডেস্কঃ বিতর্কিত অভিনেতা তাপস পালের (Tapos paul) মৃত্যু নিয়ে নানান মানুষ নানান মন্তব্য করেছেন। কেউ কেউ যেমন এই সংবাদে দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নানারকম অপ্রীতিকর মন্তব্যও (Unpleasant comments) করেছেন। রাজনীতিতে যোগ দেওয়ার পূর্বে তাঁর অভিনীত ছায়াছবি সকলেই খুব পছন্দের ছিল। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাঁর নানারকম কুরুচিকর মন্তব্যের জন্য অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।

images 2 6

তাপস পালের মৃত্যু সংবাদে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী তাঁদের স্মৃতি উন্মোচন করেছেন। অনেকেই তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছেন। এমনকি বিরোধী দলের নেতারাও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং তাঁর সঙ্গে কাটানো নানান মুহুর্তের কথা স্যোশাল মিডিয়ায় তুলে ধরেছেন।

মুম্বাইতে মেয়ে সোহিনী পালের কাছে কিছুদিন আগেই গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি। হঠাৎ বুকে ব্যাথা হওয়ায় মুম্বাইরের (Mumbai) এক বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হয় না। মঙ্গলবার ভোর ভোর ৩.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিতর্কিত ব্যক্তিত্ব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। শোনা গিয়েছে  আগামী কাল অর্থাৎ বুধবার কেওড়াতলা মহা শ্মশানে পূর্ণ্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) তাঁর প্রতি শোক বার্তা প্রেরণ করে জানান, এক সময় গোটা টলিউড ইন্ড্রাস্টিতে দাপিয়ে বেড়ানো মানুষটি শেষের দিকে লাইমলাইটে ফিরতে চেয়েছিলেন। একটা ছোট্ট চরিত্রের জন্য অনেককেই তিনি অনুরোধ করেছিলেন। দুমাস আগেও তিনি ইন্দ্রাণী হালদারকেও ফোনের মাধ্যমে ছবির জন্য প্রযোজকের সঙ্গে কথা বলার কথা জানিয়েছিলেন। তিনি আরও বলেন, একটি ছবির আউটডোর শুটিং-এ তিনি ভাষ্করের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিয়েছিলেন।

Smita Hari

সম্পর্কিত খবর