কাপুর পরিবারের ‘অচল পয়সা’, কোনোদিন পাননি লিড রোল, কেউ মনেই রাখেননি এই অভিনেতাকে

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যে পরিবারগুলি দশকের পর দশক ধরে ঐতিহ্য ধরে রেখেছে তাদের মধ্যে সবার আগেই নাম আসবে কাপুর (Kapoor) পরিবারের। বলিউডের বহু পুরনো সদস্য তাঁরা। পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু হয় কাপুরদের। একে একে রাজ কাপুর, শশী কাপুরের জমানার পর ঋষি কাপুর, রণধীর কাপুররা বলিউডে রাজত্ব করেছেন। কাপুর (Kapoor) পরিবারের মেয়েরাও পিছিয়ে থাকেননি। করিশ্মা, করিনারা প্রথম সারিতে থেকেছেন বরাবর। বর্তমানে রণবীর কাপুর উজ্জ্বল করছেন পরিবারের মুখ।

কাপুর (Kapoor) পরিবারের সবথেকে ফ্লপ অভিনেতা ইনি

কিন্তু এমন ফিল্মি পরিবারেও এমন একজন সদস্য আছেন যিনি কিনা বলিউডে পা রেখেও পাননি সাফল্য। এমনকি তাঁর নিজের পরিবারের সদস্যরাই কখনো তাঁকে সুযোগ করে দেননি ছবিতে। কখনো নায়ক হতে পারেননি, পার্শ্ব চরিত্রে অভিনয় করেই কেটে গিয়েছে জীবন। তিনি রবীন্দ্র কাপুর (Kapoor)। এই খানদানের এমন এক সদস্য তিনি যাঁর কথা কেউ মনে রাখেননি।

He was Kapoor family most flop actor

কে ছিলেন রবীন্দ্র কাপুর: রবীন্দ্র কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের খুড়তুতো ভাই, কমল কাপুরের আপন ভাই। সম্পর্কে রবীন্দ্র কাপুর (Kapoor) ছিলেন রাজ কাপুরের কাকা। কিন্তু কখনো নিজের ছবিতে তাঁকে সুযোগ দেননি তিনি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও মুখ্য চরিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি রবীন্দ্র কাপুরের। বরাবর ছোটখাট পার্শ্ব চরিত্রই জুটেছে তাঁর।

আরো পড়ুন : বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন ‘বাঙালি বম্বশেল’, ডিভোর্সি করণকে বিয়ের আগে এই ৫ পুরুষ এসেছে বিপাশার জীবনে!

অভিনয় করেছেন অনেক ছবিতে: তিনি অভিনয় করেছেন ‘পয়সা’, ‘ঠোকর’ এর মতো ছবিতে। এছাড়াও ‘ইয়াদো কে বারাত’, ‘আয়া সাওয়ান ঝুমকে’, ‘মঞ্জিল মঞ্জিল’, ‘দ্য বার্নিং ট্রেন’ এর মতো সুপারহিট ছবিতেও কাজ করেছেন রবীন্দ্র কাপুর (Kapoor)। কিন্তু চরিত্রগুলি এতই ছোট ছিল যে তা আর কেউই মনে রাখেনি।

আরো পড়ুন : মুনমুনের স্বপ্নের রাজপুত্র, কীভাবে সুচিত্রা সেনের জামাই হলেন ভরত দেব বর্মা? হার মানবে সিনেমাও!

শুধু বলিউড নয়, পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন রবীন্দ্র কাপুর। সেখানে তুলনামূলক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কাপুর পরিবারের সদস্য হয়েও যেন থেকেছেন একঘরে হয়ে। ২০১১ সালে প্রয়াত হন রবীন্দ্র কাপুর।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর