বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) চিকিৎসার বিষয়ে প্লাজমা থেরাপির (Plasma therapy) কথা বলেছিলেন চিকিৎসকরা। এবার সেই প্লাজমা থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হলেন ICU-তে থাকা এক ব্যক্তি। সুস্থ হওয়ার পর তাঁকে দিল্লীর ম্যাক্স হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
চীনের এই মারণ ভাইরাসের ফলে সমগ্র বিশ্বে ২ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্ত অবস্থায় চিকিতসাধীন রয়েছেন কয়েক লক্ষ মানুষ। গবেষকরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিস্কারের জন্য। কিন্তু এখনও বেশ কিছু মাস সময় লাগবে এই ভাইরাসের সঠিক ভ্যাকসিন আবিষ্কার করতে। তবে এরই মধ্যে চিকিৎসকরা জানিয়েছিলেন, প্লাজমা থেরাপির মাধ্যমেও এই রোগের চিকিৎসা করা যেতে পারে।
গত ৪ ঠা এপ্রিল দিল্লীর ম্যাক্স হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসেন বছর ৪৯ -এর এক রোগী। শারীরিক অবস্থার অবন্নতির কারণে তাকে প্রথমে ICU -তে রাখা হয়েছিল। তারপর তাঁর উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করায়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। এ বিষয়ে চিকিৎসকরা জানান, ‘করোনায় আক্রান্ত হওয়ার পরে নিউমোনিয়া হয়েছিল, যার কারণে তাকে আইসিইউতে রাখতে হয়েছিল। শ্বাস নিতে অসুবিধা হলে ভেন্টিলেটারে নেওয়া। তার পরিবারের সম্মতি নিয়ে, প্লাজমা থেরাপির পরীক্ষা শুরু করা হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে’।
অন্যদিকে, দিল্লীর লোকনায়ক হাসপাতালে পাঁচজন রোগীরও প্লাজমা থেরাপির দ্বারা চিকিৎসা চলছে। তিন রোগীর অবস্থার উন্নতি হচ্ছে। দিল্লী সরকারের এই ঘোষণার পরে, লোকনায়েক হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা চলছে।