বাংলাদেশে হিন্দু ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে প্রধান শিক্ষকের

বাংলাহান্ট ডেস্কঃ ফের হিন্দু নিপীড়ন কাণ্ডে সংবাদের শিরোনামে উঠে এল বাংলাদেশ (Bangladesh)। হিন্দু ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত (Converted to Islam) করে বিয়ে করলেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্ত এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগরের নূরনগরে।

অপহৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, ২০১৯ সালে আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাশ করেন তাঁর মেয়ে। ওই স্কুলেরই শিক্ষক শামিম আহমেদ। কিন্তু স্কুল শেষ করে তাঁর মেয়ে ভর্তি হয় স্থানীয় রাজবাড়ী কলেজে একাদশ শ্রেণীতে। সেই থেকেই মেয়েকে উত্যক্ত করতে থাকেন ওই প্রধান শিক্ষক।

Bangladesh police arrest four suspects over Italian murder | News | DW | 26.10.2015

তিনি আরও জানান, গত ২ এপ্রিল মেয়ে গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বেরোয়। তারপর আর বাড়ি ফিরে আসিনি। অনেক খোঁজার পরেও কোনও খোঁজ না মেলায়, শেষে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন খুলনা আদালতে মেয়েকে ধর্মান্তরিত করে আইনি ভাবে বিয়ে করেছেন ওই শিক্ষক। এরপর ফের পুলিশের (Bangladesh Police) দ্বারস্থ হন মেয়ের বাবা। মেয়েকে ধর্মান্তরিত করার অভিযোগ আনেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নামে পুলিশ। তারপরই খুলনার (Khulna) ডুমুরিয়া থানা এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে তাঁদেরকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই প্রধান শিক্ষক শামিম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ এবং তরুণীকে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।

সম্পর্কিত খবর