ভরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন মুণ্ডহীন ব্যক্তি! ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: ভূতের গল্প শুনতে ভালবাসেন? বা ভূতের ছবি দেখতে? স্বচক্ষে ভূত দেখার অভিজ্ঞতা সকলের না হলেও ভূত বিষয়টার প্রতি সকলেরই কমবেশি আগ্রহ রয়েছে। তবে ভূতের অস্তিত্ব নিয়ে এখনও বিভিন্ন মানুষের মধ্যে মতভেদ রয়েছে। বিজ্ঞান ভূত না মানলেও আত্মার অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করতে পারেনি। তবে বিজ্ঞানের মত মানুন না মানুন, চোখের সামনে এমন ঘটনা দেখলে যে কারওর মনে একটু হলেও ভয়ের সঞ্চার হবেই।

প্রকাশ্যে দিনের বেলায়, ভরা জনবহুল রাস্তায় হেঁটে চলেছেন এক ব্যক্তি। ভাবছেন এমন দৃশ্য তো আকছার দেখা যায়। এর মধ্যে আবার ভয় পাওয়া বা অবাক হওয়ার কী আছে? কিন্তু বিষয়টা অন্য। ওই ব্যক্তি মুণ্ডহীন, অর্থাৎ তাঁর মাথাটাই নেই! গোটা শরীরটাই রয়েছে, নেই শুধু মাথা। কিন্তু তাতে তাঁর কিছুই যায় আসে না। তিনি দিব্যি সোজা হেঁটে চলেছেন। কোথাও কোনও সমস্যা নেই। দিব্যি গাড়ি দেখে রাস্তা পার হচ্ছেন।

৯৯৯৮

হাফ প্যা্ন্ট, শার্ট ও স্যান্ডেল পরা এই মুণ্ডহীন ব্যক্তির ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তার লোকজন গাড়ি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রয়েছেন এই অবিশ্বাস্য কাণ্ডের দিকে। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছেন এই দৃশ্য। কিন্তু বিষয়টা কীভাবে সম্ভব সেটাই বুঝে উঠতে পারছেন কেউ।

বিজ্ঞান অবশ্য বলছে এই বিষয়টা একেবারেই অসম্ভব। কারন মুণ্ডচ্ছেদ হলেও কোনও মানুষ বড়জোড় ১-২ সেকেণ্ড বেঁচে খাকতে পারেন। কারন তখনও তার শরীরে রিফেলক্স বজায় অবশিষ্ট থাকে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তি দিব্যি মুণ্ডহীন অবস্থাতেই ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। এটা কার্যত অসম্ভব বলেই মত বৈজ্ঞানিকদের। নেটিজেনদেরও অনেকেই মনে করছেন নেপথ্যে কোনও একটা কারিকুরি রয়েছে নিশ্চয়ই।

Niranjana Nag

সম্পর্কিত খবর