চিকিৎসকদের মাথায় বাজ! এবার বড় নির্দেশ দিয়ে দিল স্বাস্থ্যদপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ এবার নজরে রাজ্যের চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তরের তরফে এবার নেওয়া হলো এক বড় পদক্ষেপ। সরকারি হাসপাতালে চিকিৎসকরা নিয়মিত ডিউটিতে আসছেন কিনা কিংবা কোন সময় কাদের ডিউটি সমস্ত খুঁটিনাটি জানতে চেয়ে এবার সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষক চিকিৎসক, থেকে শুরু করে জুনিয়ার ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠালো রাজ্যের স্বাস্থ্যদপ্তর (Health Department)।

সরকারি হাসপাতালের চিকিৎসকদের রস্টার চাইল স্বাস্থ্যদপ্তর (Health Department)

আপাতত মৌখিক ভাবেই চিকিৎসকদের এই নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। সূত্রের খবর আগামী এক মাসের রস্টার চেয়ে পাঠিয়ে সোমবারের মধ্যেই তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতেই এবার তাঁদের ডিউটি রস্টার দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি প্রত্যেকটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা ডিউটিতে উপস্থিত থাকছে কিনা তা খতিয়ে দেখতে যে কোনোদিন আচমকা পরিদর্শনেও যেতে পারেন আধিকারিকরা। ডিউটি রস্টার অনুযায়ী চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থাকছেন কিনা তার উপর কড়া নজরদারি চালাতেই এমন উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্যদপ্তর (Health Department)।

নির্দিষ্ট ডিউটি রস্টার মেনে সবাই হাসপাতালে উপস্থিত থাকছেন কিনা তা যাচাই করতে প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখা হতে পারে। এবার থেকে রস্টার অনুযায়ী হাসপাতালে উপস্থিত না থাকলে ওই চিকিৎসক কর্তব্যে ত্রুটি দেখিয়েছেন বলে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক…’ তিলোত্তমার বাবা-মাকে বেলাগাম আক্রমণ কুণালের

অনেক সময় অভিযোগ ওঠে সরকারি হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে না এসে প্রাইভেটে অন্য কোথাও ব্যক্তিগত চেম্বারে প্র্যাকটিস করছেন।  অনেকে হাসপাতালের বদলে বাইরের কোন ব্যক্তিগত ক্লিনিকে রোগীকে আসতে বলেন বলে অভিযোগ ওঠে হামেশাই। এবার এই অনিয়ম রুখতেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই খবর।

West Bengal Health Department

প্রসঙ্গত আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছিলেন বেশ কিছু সরকারি হাসপাতলের চিকিৎসকরা। সেইসময় অভিযোগ উঠেছিল আন্দোলনের নামে ওই সমস্ত চিকিৎসকরা সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়া বন্ধ রাখলেও, প্রাইভেটে রোগী দেখছেন নিয়মিত। তারপরেই স্বাস্থ্যদপ্তরের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর