এক্কেবারে ফ্রি! এবার ঘরে বসেই হাতে আসবে ৫ লাখের Health Insurance! কিভাবে পাবেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা (Health Insurance) পেতে পারে প্রতিটি পরিবার। যদি আপনার আয়ুষ্মান ভারত কার্ড না থাকে তাহলে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারেন এই কার্ড। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হবে না।

Health Insurance কার্ড কিভাবে করবেন?

ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোনের সাহায্যে আবেদন করা যাবে স্বাস্থ্য বিমার (Health Insurance) এই প্রকল্পে। মোবাইলের প্লে স্টোর থেকে PM-JAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও ভিজিট করতে পারেন https://beneficiary.nha.gov.in – এই ওয়েবসাইটে। আয়ুষ্মান অ্যাপে লগইন করার পর বেছে নিতে হবে Beficiary বিকল্পটি। 

   

আরোও পড়ুন : কোনো যোগ্যতাই নেই! BJP করেন বলেই দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন! বিস্ফোরক তৃণমূল নেতা

তারপর প্রদান করতে হবে আপনার মোবাইল নম্বর ও ওটিপি। তারপর প্রদান করতে হবে আপনার যাবতীয় তথ্য এবং রেশন কার্ড নম্বর। তারপর একটি তালিকা আসবে যেখানে সবুজ রঙের অর্থ সেইসব সদস্যদের আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরি হয়েছে এবং কমলা রং থাকলে বুঝতে হবে আয়ুষ্মান কার্ড হয়নি। তারপর কমলা রঙের নামের পাশে থাকা Do e-KYC অপশন বেছে নিন।

Health Insurance Ayushman Card

তারপর ভেরিফিকেশনের জন্য থাকবে চারটি বিকল্প। এগুলির মধ্যে রয়েছে আধার ওটিপি, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান বা ফেস। এই বিকল্প বেছে নিয়ে ভেরিফাই করা হলে আপনার ছবি তোলা হবে অ্যাপের মাধ্যমে। স্বয়ংক্রিয়ভাবে এই কেওয়াইসি মান্যতা পেলে তৈরি হয়ে যাবে আয়ুষ্মান কার্ড। কখনো কখনো এই কার্ড ডাউনলোড করতে ৫-৭ দিন সময় লেগে যেতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর