বাংলা হান্ট ডেস্কঃ করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ থেকে এখনও পর্যন্ত পুরোপুরি নিস্তার পায়নি ভারত (India)। আর এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের বিপদ আসন্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় আগামী দিনগুলি নিয়ে সতর্ক করেছে। স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে যে, গোটা বিশ্বই তৃতীয় ঢেউয়ের দিকে এগিয়ে চলছে। আগামী ১০০ থেকে ১২৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে মানুষকে অনেক সাবধান থাকতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহারাষ্ট্র, কেরল সমেত ছয়টি রাজ্যে করোনার বর্ধিত মামলা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। করোনার সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা সবাই এমন জায়গায় এসে পৌঁছেছি, যেখান তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জাহির করা হচ্ছে। বিশেষজ্ঞরা করোনার মামলা হ্রাস পাওয়ার সঙ্কেত দেওয়ার পরেও কয়েকটি রাজ্যে মামলা বেড়েই চলেছে। আর সেটা খুবই চিন্তাজনক।”
প্রধানমন্ত্রী ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ অন্য দেশে বেড়ে চলা করোনার মামলা নিয়ে চিন্তা জাহির করেছেন। তিনি বলেছেন, আমাদের আর গোটা বিশ্বকে সতর্ক থাকা উচিৎ। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন যে, করোনা এখনও শেষ হয়নি আর লকডাউনের পর করোনার বিধি লঙ্ঘনের চিত্র চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার নিয়ম পালন করা আর ভিড় থেকে দূরে থাকা এবং ভিড় না করার আবেদন জানিয়েছেন।