বাংলা হান্ট ডেস্কঃ আদালতের নির্দেশ মতো জমা পড়ল জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) মেডিক্যাল রিপোর্ট। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। বুধবার প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপার প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য রিপোর্ট জমা করেন। আদালত জানায়, ওই স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখে নিজেদের বক্তব্য জানাতে পারবে ইডি।
গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। গত সপ্তাহেই ফের বেজায় অসুস্থ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী।
এর আগের শুনানিতে জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে জানান, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভাল নেই। বহুদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছেন তার মক্কেল। যার জন্য গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে তারপর অক্টোবর থেকে আর কোনো পরীক্ষা হয়নি। তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী।
বালুর আইনজীবীর সওয়াল ছিল, প্রয়োজনে যে কোনও চিকিৎসককে দিয়ে তার মক্কেলের কিডনির পরীক্ষা করানো হোক। ওদিকে ইডির আইনজীবী স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। ইডির দাবি ছিল, এর আগে জ্যোতিপ্ৰিয়র একাধিক বার শারীরিক পরীক্ষা হয়েছে। তবে কখনও চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেননি। তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্তর শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক।
আরও পড়ুন: হকার উচ্ছেদের পর এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার! রাতের ঘুম উড়ল টোটো চালকদের
দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি ঘোষ দু’সপ্তাহের মধ্যে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষা করিয়ে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে সেই সংক্রান্ত রিপোর্ট জমার নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই এদিন রিপোর্ট জমা দিলেন মেডিক্যাল সুপার। আগামী ১৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।