বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতিদিন লজ্জার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) মহিলা দল। মহিলা আইপিএলে (WPL) নিজেদের চার নম্বর ম্যাচে আজ হিলির (Alyssa Healy) ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) মুখোমুখি হয়েছিলেন স্মৃতিরা। টসেও আজ ভাগ্য কথা বলেছিল তাদের হয়ে। কিন্তু হারের হ্যাটট্রিকের পর আজ আরও লজ্জাজনক ভাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারের মুখ দেখলো আরসিবি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামার পর আজ আরও একবার ব্যর্থ হয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। ৬ বল খেলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। তাকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন তারই জাতীয় দলের সতীর্থ রাজেশ্বরী গায়কোয়াড। যদিও আজ পাওয়ার প্লে-তে ভালো ব্যাটিং করে ৫৪ রান তুলেছিল তারা। দেখে মনে হয়েছিল বড় রান স্কোরবোর্ডে তুলতে পারবে আরসিবি।
ভালো ব্যাটিং করছিলেন সোফি ডিফাইন এবং তারকা অ্যালিসা পেরি। কিন্তু নবম ওভারে একেলস্টোনের বলে দলগত ৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রানের স্কোর সোফি ডিভাইন আউট হওয়ার পর থেকে ধ্বস নামা শুরু হয়। অর্ধশতরান করেন অস্ট্রেলিয়ান তারকা পেরি। কিন্তু তিনি ৫২ রানের স্কোরে আউট হওয়ার পর থেকে আর কোনওরকম প্রতিরোধ করে তুলতে পারেনি আরসিবি।
ব্যাট হাতে আজ আরও একবার ব্যর্থ বাংলার রিচা ঘোষ। দুর্দান্ত বোলিং করে তিনটি উইকেট নেন ভারতের তারকা বোলার দীপ্তি শর্মা। সোফি একেলস্টোন ছিলেন ইউপির সেরা বোলার। ৩ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় আরসিবি।
এরপর বল হাতে এই ছোট স্কোর ডিফেন্ড করতে নেমে আরো বড় সমস্যার মুখোমুখি হয় তারা। দেবিকা বৈদ্যর সাথে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ও ইউপি-র অধিনায়ক অ্যালিসা হিলি আরসিবির বোলারদের রীতিমতো শাসন করে রাম তুলতে থাকেন এবং শেষ পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভারে প্রয়োজনীয় রান স্কোরবোর্ডে তুলে ফেলে তারা। দেবিকা মাত্র ৩৬ রান করেছিলেন। ৪৭ বলে ১৮ টি চার এবং একটি ছক্কা সহ ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন হিলি। মাত্র চার রানের জন্য প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মহিলা আইপিএলে ১৭ রান করার সুযোগ হাতছাড়া করলেন তিনি।