বাংলায় হবে সওয়াল-জবাব! ভাষা দিবসে নজিরবিহীন উদ্যোগ কলকাতা হাইকোর্টের!

বাংলা হান্ট ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষ্যে এবার অভিনব উদ্যোগ নিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার বাংলা ভাষায় শুনানি হবে উচ্চ আদালতে! জাস্টিস বসুর (Justice Biswajit Basu) এজলাস সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ভাষা দিবস উপলক্ষ্যে বিরাট উদ্যোগ হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির!

আগামীকাল কলকাতা হাইকোর্টের ১৯ নম্বর কক্ষের ওই এজলাসে বাংলা ভাষায় শুনানি হবে। বিচারপতি বসুর ইচ্ছা, অন্তত ওই একটি দিন আইনজীবীরা বাংলায় সওয়াল করুন। তাঁর মতে, ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। সেই কারণে ওই দিন বাংলা (Bangla) ভাষার প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাস্টিস বসুর এজলাস সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল বিচারপতি বসুর এজলাসে প্রত্যেক আইনজীবীকে বাংলা ভাষায় সওয়াল করতে হবে। গোটা একদিনের জন্য বাংলা ভাষাতেই হবে সওয়াল-জবাব! তবে ভাষা দিবসের দিন বাংলায় সওয়াল-জবাব হলেও, নির্দেশ ও রায় ইংরেজিতেই দেওয়া হবে। এছাড়া এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে।

আরও পড়ুনঃ হাতে মাত্র ৩ দিন! রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! এবার জোর বিপাকে BJP বিধায়ক হিরণ?

কলকাতা হাইকোর্টে এমন অনেক আইনজীবী রয়েছেন যারা বাংলা বলতে পারেন না। সেক্ষেত্রে কীভাবে এই ভাষায় শুনানি সম্ভব? দেখা দিয়েছে এই প্রশ্ন। এই প্রসঙ্গে আদালতের ব্যাখ্যা, বাংলা ভাষায় কথা বলা বাধ্যতামূলক নয়। যে আইনজীবীরা বাংলা ভাষা বোঝেন না কিংবা সেই ভাষায় কথা বলতে পারেন না, তাঁরা চাইলে ইংরেজিতেই সওয়াল-জবাব করতে পারেন।

Calcutta High Court Justice Biswajit Basu

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে শুনানির কাজ সাধারণত ইংরেজিতেই হয়। এই ভাষাতেই কথা বলতে হয় আইনজীবীদের। তবে আগামীকাল ভাষা দিবস উপলক্ষ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বাংলা ভাষায় সওয়াল-জবাব করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এখন দেশের বেশ কয়েকটি হাইকোর্টে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও সওয়াল করেন আইনজীবীরা। তবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সাধারণত ইংরেজিতেই শুনানির কাজ হয়। তবে সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য বেশ কিছু নির্দেশনামা বাংলা ভাষায় তর্জমা করে দেওয়া হয়েছে। এমনকি এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নির্দেশনামাও বাংলার পাশাপাশি অন্যান্য নানান আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হয়ে থাকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর