‘সাজা দিয়ে দিন..,’ আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এখন রহস্যের কিনারা হয়নি। সেই ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি দিয়ে শুরু, তারপর থেকে একে একে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বহুজনা। সেই তালিকায় নাম রয়েছে হুগলির কুন্তল ঘোষেরও। মঙ্গলবার কলকাতার বিচার ভবনে, বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক মামলার শুনানি ছিল। সেখানেই বড় আর্জি জানালেন নিয়োগ দুর্নীতির কুন্তল (Kuntal Ghosh)।

আদালতে আর্জি নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) কুন্তলের

দ্রুত হোক বিচার। এদিন আদালতের কাছে এই আর্জি জানালেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষ। শুনানি চলাকালীন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বিচারকের উদ্দেশে বলেন, “গত দু’বছর ধরে জেলে রয়েছি। আমরা দ্রুত বিচার চাই। হয় সাজা দিয়ে দিন, না হলে ছেড়ে দিন।”

   

আদালতে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানান, প্রাথমিক মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই বর্তমানে চার্জগঠনের জায়গায় রয়েছে। তাই চার্জগঠন করতে দেওয়া হোক। তবে চার্জগঠনের জায়গায় রয়েছে বলে বিশেষ সিবিআই আদালতে সিবিআই এর করা দাবির সাথে হাই কোর্টে এই সংক্রান্ত মামলায় করা দাবির কোনো মিল খুঁজে পাননি বিচারক।

সম্প্রতি হাই কোর্টে প্রাথমিক মামলার শুনানিতে CBI জানিয়েছে এখনও এই মামলায় তদন্ত শেষ হয়নি। এদিন তদন্তকারী সংস্থাটির এই রকম ভিন্ন ভিন্ন দাবি নিয়েই অসন্তোষ প্রকাশ করেন বিচারক। বলেন, দু’রকমের বক্তব্য কেন? তদন্ত এবং চার্জগঠন একসঙ্গে কী ভাবে হতে পারে? বিচার ভবনে সিবিআইয়ের প্রাথমিক মামলার শুনানি শেষ হয়েছে। এখনও কোনো নির্দেশ দেয়নি আদালত।

kuntal, cbi, ed

আরও পড়ুন: ভোটের আগেই বেড়েছে টাকা! ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট, বড় ঘোষণা মমতার

প্রসঙ্গত, এর আগে গত শনিবার ইডির তদন্তের উপর অসন্তোষ প্রকাশ করে আদালতে প্রশ্ন তোলেন কুন্তলের আইনজীবী। তিনি বলেন, আর কতদিন এভাবে চলবে। কবে বিচার মিলবে? ওদিকে শনিবার আদালত থেকে বেরোনোর সময়ে কুন্তল বলেছিলেন, রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে পারবেন না বলে তার মন ভালো নেই। দ্রুত বিচার না পাওয়া নিয়েও আওয়াজ তুলেছিলেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর