জামিনের শুনানি শেষ! হাইকোর্টে আজও ‘প্রভাবশালী’ তত্ত্ব তুলল CBI, কবে জেল মুক্তি পার্থর?

বাংলা হান্ট ডেস্কঃ বছর প্রায় শেষের পথে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের শেষ শুনানি। এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে শেষ হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের জামিনের আবেদনের শুনানি।

নতুন বছরের আগেই জেল মুক্তি হবে পার্থর (Partha Chatterjee)?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষ হলেও এদিন রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। তাই প্রশ্ন উঠছে বছর শেষের আগেই কি আদৌ জেলমুক্ত হবে পার্থর? অন্যদিকে  শেষ দিনের শুনানিতেও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বই তুলে ধরে সিবিআই।

যা শোনা মাত্রই এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, ‘আর কতদিন ধরে তদন্ত করবে সিবিআই?’ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের আবেদনের মামলা চলছে।

সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিন চেয়ে আবেদন করেছিলেন অভিযুক্ত পাঁচজন। আগে তাঁদের  জামিনের আবেদনের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। তাঁদের মধ্যে জামিনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলে বিচারপতি অপূর্ব সিনহা রায়। পরবর্তীতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চেই এই মামলা  ওঠে।

আরও পড়ুন: বছর শেষের মুখে বড় উপহার! মুড়িগঙ্গার সেতু নির্মাণের আগেই নামকরণ করলেন মমতা

আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে শেষ শুনানিতে আরও একবার প্রভাবশালী তকমা দিয়ে সিবিআই বলে, ‘পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত এখনও চলছে। এঁরা পাঁচজন এখনও প্রভাবশালী।’ একইসাথে  সিবিআই-এর যুক্তি, ‘এই পাঁচজনই শিক্ষা নিয়ে দুর্নীতিতে জড়িত। যা গোটা সমাজের ওপর প্রভাব ফেলে। তাই বয়স হলেই তো আর ছাড়া পাওয়া যায় না।’

Partha Chatterjee

পাল্টা জবাবে পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরেই কোর্টে মামলা চলছে। বিচারপতি দেবাংশু বসাক তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিলেন। তারপরও তদন্ত শেষ হয়নি। সিবিআই কি ফেভারড চাইল্ড হয়ে থাকবে? আর কতদিন ধরে তদন্ত চলবে?’ এদিন আদালতে দুই পক্ষের শেষ সওয়াল জবাব শোনার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী এদিন রায়দান স্থগিত রাখেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর