হাইকোর্টে চলবে না কোনও স্লোগান, বিক্ষোভ! কড়া নির্দেশ তিন বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্ট অবমাননার জের! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট সহ তাঁর বাড়ির সামনে কুরুচিকর পোস্টার লাগানোর ঘটনায় কড়া পদক্ষেপ নিল আদালত। কারা লাগলো পোস্টার, কোথা থেকে ছাপা হয়েছে সেসব, গোটা ঘটনার পেছনে কাদের হাত রয়েছে, এই সব তথ্য চেয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছে তলব করা হল সমস্ত রিপোর্ট। আগামী মাসে ফের এই মামলার শুনানি হবে আদালতে।

প্রসঙ্গত, চলতি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটের ঘটনায় তিন বিচারপতির এক বিশেষ বেঞ্চ তৈরি করা হয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তরফে। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাস রয়েছেন সেই বেঞ্চের দায়িত্বে। এই বেঞ্চ তরফেই এদিন রিপোর্ট তলব করা হয়। পাশাপাশি মামলা চলাকালীন হাইকোর্ট-সহ এই বিষয়ে কোথাও বিক্ষোভ থেকে শুরু করে স্লোগান, ব্যানার দেওয়া যাবে না বলে নির্দেশ দিল তিন বিচারপতির বিশেষ বেঞ্চ।

শুধু তাই নয়! বিগত কিছুদিনের মধ্যে বিচারপতি মান্থার বিরুদ্ধে একাধিকবার ‘অবমাননাকর মন্তব্য’ করার মত অভিযোগ উঠেছিল শাসকদলের নেতাদের ওপর। এবার তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে মহামান্য আদালত। এদিন ঠিক এমনটাই ইঙ্গিত মিলেছে। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে এহেন নজিরবিহীন ঘটনায় ক্ষুব্ধ আদালত। ঘটনার দিন এজলাসে কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদেরও শনাক্ত করতে হবে বলে জানাল আদালত।

high court

এদিন স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা এই মামলার শুনানি ছিল আদালতে। ৯ জানুয়ারি থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে বিক্ষোভের ঘটনা শুরু হয় সেসব ঘটনায় এখনও পর্যন্ত কী কী ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেসবও এদিন জানতে চায় আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর