বাংলায় কবে উঁকি দেবে বর্ষা? ভ্যাপসা গরম থেকে এবার মিলবে স্বস্তি! বর্ষা নিয়ে বড় আপডেট: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ মে গড়িয়ে জুনের দ্বিতীয় সপ্তাহ। তবে দূরবীন দিয়ে দেখলেও দেখা নেই বৃষ্টির। লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল গোটা রাজ্যের মানুষ। কবে মিলবে রেহাই? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, এখনই কমছে না এই দহনজ্বালা। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও বেশ কিছুদিন।

কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পঙেও। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা-দক্ষিণ দিনাজপুরেও।

তাপপ্রবাহের জন্য হাওয়া অফিস তরফে যে গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে। অফিস সূত্রে খবর, ৭ থেকে ১০ জুনের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে৷ ১০ তারিখ পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তীব্র দাবদাহ চলবে৷

weather

কিন্তু এবছর এখনও বর্ষার দেখা নেই। প্রসঙ্গত প্রতিবছর কেরলেই প্রথম বৃষ্টি শুরু হয়। কারণ কেরল হয়েই মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তবে এবছর কেরলে বর্ষা অনেক দেরিতে পৌঁছচ্ছে। এই জন্য দেশের অন্যান্য জায়গাতেও বৃষ্টি দেরিতে শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৯ জুন কেরলে প্রবেশ করবে দক্ষিণপশ্চিমী মৌসুমী বায়ু। বাংলায় সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে বর্ষা ঢোকে। তাই এবার আরও অনেক দেরিতে বর্ষা ঢুকবে। তবে স্বস্তির খবর, বাংলায় বর্ষা দেরীতে এলেও কিন্তু অনেক দিন থাকবে বলেই জানা গিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর