বইছে লু, ঝরছে ঘাম! তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গ, কমলা সতর্কতা একাধিক জেলায়, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : ‘লু’-র দাপট আর রোদের তেজে জ্বলছে পশ্চিমবঙ্গ (West Bengal)। ৪২ ডিগ্রিতে পানাগড়। ৪১ ছুঁয়ে ফেলেছে বাঁকুড়া, বর্ধমান, সল্টলেক। সাত বছর পর গ্রীষ্মের শুরুতেই চল্লিশে কলকাতা (Kolkata)। ২০১৬ সালের পয়লা মে-র পর বৃহস্পতিবারই প্রথম ৪০ ডিগ্রির ঘরে আলিপুরের তাপমাত্রা। দিল্লিকে হারিয়ে রাজস্থানের জয়সলমিরের সঙ্গে সমানে টক্কর আলিপুরের। বুধবার দিল্লির তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি, জয়সলমেরের তাপমাত্রা কলকাতার মতোই ৪০.০ ডিগ্রি। আপাতত সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। আরও লম্বা হতে পারে গরমের ইনিংস। বৃষ্টির কোনও আশা নেই, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩১.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপপ্রবাহ ও অস্বস্তির আবহাওয়া থাকা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ। সাধারণভাবে কোনও জায়গায় তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ ঘোষণা করা হয়।

Untitled design 2022 08 17T085004.680

উত্তরবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪৩ ডিগ্রি ছুঁই-ছুঁই।

আগামীকালের আবহাওয়া : আগামী ১৭ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে পরবর্তী দু’দিন পরিস্থিতির সামান্য পরিবর্তন হলেও হতে পারেন বলে জানিয়েছে মৌসম ভবন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর