ঝড়বৃষ্টিতেও রেহাই নেই! দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা! একলাফে কতটা বাড়বে তাপমাত্রা?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ (South Bengal Weather)। ঝড়বৃষ্টি একটু কমতেই হু হু করে বাড়ছে গরম। বৈশাখী দহনে পুড়ছে বাংলা। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে রাজ্যের নানান প্রান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই রেহাই মিলবে না। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাঁচ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা

ভরা বসন্তে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। ভ্যাপসা, অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গবাসী। একটানা বৃষ্টির জেরে সেই অস্বস্তিকর আবহাওয়া থেকে খানিক রেহাই মিলেছিল। তবে ফের গরম বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যে ঝড়বৃষ্টি হলেও এখনই গরম থেকে মুক্তি নেই! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই বলছে।

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে হু হু করে বাড়বে তাপমাত্রা! আজ থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধ থেকেই পশ্চিমের নানান জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।

আরও পড়ুনঃ DA নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন! আজ ‘সুখবর’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা?

দক্ষিণবঙ্গে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। তবে তাতে অস্বস্তিকর গরম কাটবে না। হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর। বরং আজ থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। একধাক্কায় অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে বলে খবর।

Temperature increase in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update

আজ থেকে আগামী শুক্রবার অবধি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাড়তে থাকবে পশ্চিমের এই জেলাগুলির তাপমাত্রা। সপ্তাহান্তে গরম আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

আজ রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে (South Bengal Weather)। বিকেলের দিকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দোসর হতে পারে দমকা হাওয়া। এতে সাময়িক কিছুক্ষণের স্বস্তি মিললেও গরমের দাপট কমবে না। ফের অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস এমনটাই বলছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X