মার্চেই দাবদাহ গরম! দোলের দিন তাপপ্রবাহের পরিস্থিতি? ভয় ধরাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস

বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছে মানুষ (South Bengal Weather)। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়। মার্চেই যদি এই অবস্থা হয়, এপ্রিল, মে-তে কী হবে ভেবে চিন্তায় পড়েছেন অনেকে। এই আবহে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। খাতায় কলমে না হলেও, শুষ্ক গরম হাওয়ার জেরে সপ্তাহের শেষেই তাপপ্রবাহের (Heat Wave) অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দোলের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু-এর মতো হাওয়া বইতে পারে। অর্থাৎ মার্চেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

দোলের দিন বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা (South Bengal Weather)

হাওয়া অফিস জানাচ্ছে, মার্চ মাসেই দেশের চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। রাজস্থান, গুজরাট, বিদর্ভের পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশার। ইতিমধ্যেই গুজরাটের ভুজের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। গান্ধীনগর ও আমেদাবাদের তাপমাত্রাও ৪০ ডিগ্রি পেরিয়েছে।

সোমবারই মৌসম ভবনের তরফ থেকে সমগ্র রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা শোনানো হয়েছে। গান্ধীনগর, আমেদাবাদের পাশাপাশি কচ্চ, রাজকোট ও সুরেন্দ্রনগরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে প্রশ্ন উঠছে, ভরা বসন্তে কেন এমন হাওয়া-বদল?

আরও পড়ুনঃ চাল-গম দেওয়া অতীত? রেশন কার্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য! তোলপাড় বাংলা

জানা যাচ্ছে, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। লাদাখ, জম্মু-কাশ্মীরে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনার প্রভাব পড়েছে বাংলাতেও (South Bengal Weather)। উত্তর-পশ্চিম ভারত থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে বাড়ছে গরম।

Rainfall alert West Bengal South Bengal weather North Bengal Kolkata weather update before Holi

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, দোলের দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি পেরোতে পারে। এই সপ্তাহে দক্ষিণের (South Bengal) কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। আগামী ২-৩ দিনে ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে নানান জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে।

এদিকে দোলের আবহে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস না থাকলেও উত্তরের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ যেমন ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশ। এরপর বুধবার থেকে ১৫ মার্চ অবধি ওই তিন জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ১৪ মার্চ ওঠা রঙের উৎসবের দিন ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর মধ্যে তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর