আরও বাড়বে পশ্চিমবঙ্গের তাপমাত্রা! গোটা রাজ্য জুড়েই চলবে লু-এর তাণ্ডব, জারি সতর্কতা, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই অস্বস্তির আবহাওয়া গোটা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পক্ষ থেকে এদিন কলকাতা-সহ সাত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এক্ষেত্রে শুকনো গরম হাওয়া বইবে। রাজ্যের কোথাও কোনও রকমের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩১.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

কলকাতার আবহাওয়া : এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। তবে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

temperature hot summer weather

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গেও হুহু করে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদহে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু’ থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।  আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী সোমবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু’ থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।  আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী সোমবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।


Sudipto

সম্পর্কিত খবর