৫ জেলায় বাড়বে গরম! জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টি কাটিয়ে ফের বাড়বে গরম। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বদল আসতে চলেছে। ৪০ ডিগ্রি অবধি পৌঁছতে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরম কাটিয়ে ফের বৃষ্টি কবে? সেই পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বাড়বে গরম

বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ফলে গরমের দাপট সেই অর্থে অনুভূত হয়নি। বুধবারও বেশ কয়েকটি জেলায় হালকা ঝড় ও দু-এক পশলা বর্ষণ হয়েছে। তবে আজ থেকে পাল্টাবে আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে। আজ থেকে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র, অস্বস্তিকর গরম থাকবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী রবিবার অবধি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘পাকিস্তানের সাইকোলজিক্যাল টেররিজমের উদ্দেশ্য ভেস্তে গেছে’! অপারেশন সিঁদুরের পর মুখ খুললেন দেবাংশু

আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল এই চার জেলার পাশাপাশি বাঁকুড়াতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছতে পারে। তবে সোমবার থেকে ফের আবহাওয়ার বদল আসার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বর্ষণ হতে পারে।

Temperature increase in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের (North Bengal Weather) জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে মালদার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহ কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ ও সঙ্গে ৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

সব মিলিয়ে, আজ থেকেই ফের বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা। বৃষ্টির সিলসিলা থামতেই ফের অনুভূত হবে গরম। আগামী সপ্তাহে ফের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে গরমের দাপট থেকে খানিক স্বস্তি মিলবে বলে অনুমান করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X